কাতারে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের প্রবাসী আসিফ মুহাম্মদ সায়েমকে কাতারে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে।
নিহত সায়েম (২৯) বাঁশখালীর দক্ষিণ গন্ডামারা তালুকদার বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হকের দ্বিতীয় পুত্র। তিনি চার বছর ধরে কাতারে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
সায়েমের পিতা মোহাম্মদ মোজাম্মেল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে খুন করে ফেলল। সংসার চালানোর ভরসা ছিল সে-ই। এখন আমরা কীভাবে চলব?”
ভাই-বোনদের শোক আর আহাজারিতে ভারি হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহতের মরদেহ বর্তমানে কাতার পুলিশের হেফাজতে হাসপাতালের হিমঘরে রাখা আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্ত ও আটক করতে কাজ করছে কাতার পুলিশ।
এলাকাবাসী ও স্বজনরা সায়েমের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে।”
সায়েমের শোকাহত পরিবার সরকারের প্রতি মানবিক সহায়তা ও মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছে।
২২ অক্টোবর, ২০২৫
তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাম্য-মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া ও হোসনাবাদ ইউনিয়নে গণ সংযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যাপক কুতুবউদ্দিন বাহার।বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবে...
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
২২ অক্টোবর, ২০২৫
তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নে সাম্য-মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গুনিয়া ও হোসনাবাদ ইউনিয়নে গণ সংযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ও রাঙ্গুনিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী অধ্যা...