চট্টগ্রাম নগরে ১৬ আগস্ট উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র জন্মাষ্টমী উদযাপিত হবে। এ উপলক্ষে কড়া নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)।
বুধবার (১৩ আগস্ট) নগর পুলিশের সদর দপ্তরে জন্মাষ্টমীর শোভাযাত্রা সংক্রান্ত এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জন্মাষ্টমী উপলক্ষে সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিক পুলিশকে জানানো, শোভাযাত্রায় অংশগ্রহণকারীর পরিচয় নিশ্চিতকরণ এবং অনুষ্ঠান চলাকালে সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
নগর পুলিশের উপ-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন জানান, শোভাযাত্রায় নামাজ ও আজানের সময় মাইক-লাউড স্পিকার ব্যবহার করা যাবে না এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকতে হবে। এছাড়া যান চলাচলের ওপর নজর রেখে শোভাযাত্রা পরিচালনা এবং হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর, আর্চওয়ে ও সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
বিভিন্ন মন্দির থেকে আসা শোভাযাত্রার রুট ও পূজা মণ্ডপের সব কার্যক্রম ক্যামেরায় ধারণ করা, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ অফিস ও হাসপাতালসহ জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের ফোন নম্বর সংরক্ষণ এবং বিকল্প বিদ্যুতের জন্য জেনারেটর প্রস্তুত রাখতে হবে।
শোভাযাত্রা নির্বিঘ্ন করতে নগরের কয়েকটি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে, এবং বিপুলসংখ্যক পোশাকধারী, গোয়েন্দা ও সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে।
উল্লেখ্য, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ১৬ থেকে ১৯ আগস্ট চার দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব দেশব্যাপী উদযাপিত হবে। ১৬ আগস্ট সকাল ১০টায় চট্টগ্রামের জে. এম. সেন হল প্রাঙ্গণ থেকে মহাশোভাযাত্রা বের হবে। এদিন দুপুর ১২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ২টায় যুব সম্মেলন, ৩টায় মাতৃ সম্মেলন এবং ৪টায় সাধু-সন্ত, ঋষি-বৈষ্ণব ও সনাতন ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
উৎসবের বাকি দিনগুলোতে (১৭-১৯ আগস্ট) জেএম সেন হলে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা হল থেকে শুরু হয়ে কোতোয়ালি মোড়, নিউ মার্কেট, নন্দনকানন ও চেরাগী পাহাড় হয়ে আবার জেএম সেন হলে শেষ হবে।
২৪ আগস্ট, ২০২৫
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী একটি গুরুত্বপূর্ণ এলাকা। এতে ইসলামের জন্য উর্বর ময়দান তৈরী করতে হবে যুবকদের। আজকের ইসলামি আন্দোলনে এসে আমরা সংখ্যায় এখন কোনভাবেই কম নয়। তবে আল্লাহর উপর ভরসা করে সমাজের দায়বদ্ধতার প্রতি সদয় হয়ে আমাদের কাজ করতে হবে...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী একটি গুরুত্বপূর্ণ এলাকা। এতে ইসলামের জন্য উর্বর ময়দান তৈরী করতে হবে যুবকদের। আজকের ইসলামি আন্দোলনে এসে আমরা সংখ্...