"আজকের কৃতিত্ব, আগামীর নেতৃত্ব" স্লোগানে ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গাজী কে.ডি ফাউন্ডেশন।
শনিবার বিকেল ৪ টায় পটিয়া সদরের 'মিনা কনভেনশন' হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
'এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫' অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার কৃতি শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ্যা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসাইন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শিক্ষায় জাতির মেরুদন্ড। শিক্ষা অর্জনের পাশাপাশি আমাদের জীবনের অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত ভালো মানুষ হওয়া। আমরা যে পেশায় গ্রহণ করি না কেনো, তা যেন মানুষের উপকারে আসে। মানুষের জন্য কাজ করতে পারার মধ্যেই রয়েছে পেশাগত জীবনের চূড়ান্ত সফলতা।"
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "তোমাদের প্রত্যেককে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। গুরুজনদের সম্মান করতে হবে। মা-বাবার সেবা করতে হবে।"
অনুষ্ঠানে সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রেনকন এফসি প্রপার্টিজ লিমিটেড-এর সিইও তানভীর শাহরিয়ার রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নসরুল কাদের, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াছ উদ্দীন আহাম্মেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, আন্তর্জাতিক ব্যবসা পরামর্শক আলী নেওয়াজ চৌধুরী, দৈনিক দেশ বর্তমানের সম্পাদক ও পরামর্শক এস.এম জমির উদ্দিন, জেলা প্রশাসকের এডমিনিস্ট্রেটিভ অফিসার পবন কান্তি দাস, উপজেলা শিক্ষা অফিসার বাবুল চন্দ্র নাথ।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষা ও নৈতিকতার আলোয় নতুন সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। তরুণ প্রজন্মকে আগামী দিনের দক্ষ, আত্মবিশ্বাসী ও নেতৃত্ববান মানুষ হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কাজী হেলাল উদ্দীন, সাঈদ উদ্দীন সাব্বির, কাজী মোজাম্মেল হক, আশরাফ ইফতি, এটিএম ফাউজুল কবির, মোহাম্মদ ইব্রাহীম, তামজিদ উদ্দীন, সাজিদ বিন দিদার, তন্ময় চৌধুরী, হুমায়ুন কবির রাহাত,মো. সাঈদ হামিদসহ প্রমুখ।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৩ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৈড়লার টেক ও জলুয়ার দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রথম ঘটনাটি ঘটে দুপুর সাড়ে ১২টার দিকে গৈড়লার টেক এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কৃষক শের মোহাম্মদ (৬০) মহাসড়ক পার হওয়ার সময় লেগুনার চাপায় গুরুতর আহত হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহ...
১৩ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১৩ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের পটিয়ায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৈড়লার টেক ও জলুয়ার দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রথম ঘটনাটি ঘটে দুপুর সাড়ে ১২টার দিকে গৈড়লার টেক এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কৃষক শ...