চট্টগ্রামের পটিয়ায় চুরির শিকার হওয়া একটি সিএনজি অটোরিকশা ফেরত দেওয়ার শর্তে মালিকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছে চোর। ভিডিও কলের মাধ্যমে সিএনজি দেখিয়ে ৪০ হাজার টাকা নিয়ে লোহাগাড়ার পদুয়া বাজারে আসতে বলা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মনসা গোরনখাইন এলাকা থেকে মোহাম্মদ বেলালের ওই সিএনজি চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার সারাদিন সিএনজি চালিয়ে রাতে সিএনজি অটোরিক্সা বন্ধ করে ঘুমাতে যান চালক। সকালে ঘুম থেকে উঠে দেখেন তার সিএনজি চুরি হয়ে গেছে। তারা বিভিন্ন স্থানে সিএনজির বিষয়ে খোঁজ নিয়েও সন্ধান পাননি। পরে দুপুরের দিকে চোর সিএনজি মালিকের কাছে ভিডিও ফোন করে তার সিএনজি দেখায় এবং ৪০ হাজার টাকা দাবি করেন।
সিএনজি চোরের ফোনের সূত্র ধরে জানা যায় ওই চোরের নাম মোহাম্মদ বাবু। চোর বাবু বিকালের মধ্যে লোহাগাড়ার পদুয়া বাজার এলাকায় টাকা নিয়ে না যাওয়ায় সন্ধ্যায় সিএনজি মালিককে ফোন করে গালিগালাজ করে। দুপুর থেকে বিকাল পর্যন্ত চোর সিএনজি মালিককে একাধিকবার ফোন দেয়।
এ বিষয়ে পটিয়া থানার ওসি মো: নুরুজ্জমান জানান, সিএনজি চুরি সংক্রান্তে একটি অভিযোগ হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
সিটিজিপোস্ট/এসএমএফ
১৩ সেপ্টেম্বর, ২০২৫
"আজকের কৃতিত্ব, আগামীর নেতৃত্ব" স্লোগানে ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গাজী কে.ডি ফাউন্ডেশন। শনিবার বিকেল ৪ টায় পটিয়া সদরের 'মিনা কনভেনশন' হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।'এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫' অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার কৃতি শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি।সংগঠনের সভাপত...
১৩ সেপ্টেম্বর, ২০২৫
১৩ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১৩ সেপ্টেম্বর, ২০২৫
"আজকের কৃতিত্ব, আগামীর নেতৃত্ব" স্লোগানে ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গাজী কে.ডি ফাউন্ডেশন। শনিবার বিকেল ৪ টায় পটিয়া সদরের 'মিনা কনভেনশন' হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।'এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫' অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি...