বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল আজ শনিবার (৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি হামিদুল ইসলাম নাফিস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিবুল্লাহিল বাকী নদভী দা. বা., এবং মুখ্য আলোচক ছিলেন মাওলানা মুসা আল হাফিজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুফতি মনির হোসেন রাহমানী। এ সময় ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়, যার মধ্যে মুফতি হামিদুল ইসলাম নাফিসকে সভাপতি, মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খানকে সিনিয়র সহসভাপতি, আর মাওলানা রুহুল আমীন ফারুকী, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা দেলোয়ার হোসাইন আজমী, মাওলানা মোহাম্মদ হোসাইন আকন্দ, মাওলানা আজহারুল ইসলাম নোমানীকে সহসভাপতি এবং মাওলানা মনির হোসেন রাহমানীকে মহাসচিব পদে নিযুক্ত করা হয়।
প্রধান অতিথি বক্তা দেশের বর্তমান ক্রান্তিলগ্নে সামাজিক অবক্ষয় প্রতিরোধে ও নীতিবান আদর্শিক প্রজন্ম গঠনের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চলের ইমাম-খতিবদেরকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এছাড়া ইমাম, মুয়াজ্জিন ও খতিবদেরকে সম্মান ও মর্যাদা দিয়ে মানুষের নৈতিক উন্নয়ন এবং ইসলামী সংস্কৃতি ও সভ্যতার আলোকে দেশের ভবিষ্যৎ গঠন করা সবার দায়িত্ব। তিনি সতর্ক করে বলেন, এই প্রক্রিয়া ব্যর্থ হলে দেশের সামনে ভয়াবহ বিপর্যয় আসবে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আবদুল কাইউম সোবহানী, খতমে নবুওয়্যাত সংরক্ষণ কমিটির মহাসচিব আল্লামা ইমামুদ্দীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, শর্ষীনার ছোট পীর মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী প্রমুখ আরও বক্তব্য দেন।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...