চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র শিক্ষার্থী জোট তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। লেজুড়বিহীন রাজনীতি, শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার নিয়ে এ জোট নির্বাচনে অংশ নিচ্ছে।
ঘোষিত প্যানেলে ভিপি পদে আছেন আবির বিন জাবেদ, জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ এবং এজিএস পদে রয়েছেন পলাশ দে। প্যানেলে সহ-খেলাধুলা সম্পাদক হয়েছেন তামান্না মাহবুব প্রীতি, সাহিত্য সম্পাদক রাণা কান্তি দাশ এবং সহ-সাহিত্য সম্পাদক শাহরিয়ার আলম আবরার। দপ্তর সম্পাদক হিসেবে আছেন সাঈদ নাঈম আসিফ, সহ-দপ্তর সম্পাদক এহতেসামুল হক ইশমাম, ছাত্রী কল্যাণ সম্পাদক পাপড়ি আকতার মায়া এবং সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক রোবাইদা খানম ওহি।
এ ছাড়া বিজ্ঞান ও তথ্য সম্পাদক হয়েছেন শেখ হামিম, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, সমাজসেবা সম্পাদক মাঈন উদ্দিন আলমগীর তন্ময় এবং স্বাস্থ্য সম্পাদক মাঈন উদ্দিন আরাফ। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আরিফুস সাকিব যামীম, যোগাযোগ সম্পাদক মো. ইখলাস এবং সহ-যোগাযোগ সম্পাদক শহিদুল ইসলাম সামি। আইন ও মানবাধিকার সম্পাদক পদে রয়েছেন নিলয় দেব শান্ত, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মোবারক হোসেন এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আবিদ শাহরিয়ার। নির্বাহী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন মো. আবিদুর রহমান, জাওয়াদুর রশিদ ওয়াসী, আরাফাত আল রিয়াদ ও রিয়াদুল ইসলাম।
প্যানেল ঘোষণার সময় নেতারা জানান, তারা শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র ও সেবামূলক রাজনীতিকে সামনে রেখে কাজ করবেন। ক্যাম্পাসে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, গবেষণা, সংস্কৃতি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাকে তারা অগ্রাধিকার দেবেন।
উক্ত প্যানেলের ভিপি প্রার্থী আবির বিন জাবেদ সিটিজিপোস্ট-কে বলেন, “ আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যজোট এ একজন দৃষ্টি প্রতিবন্ধীসহ বিভিন্ন সংগঠন ও ধর্মতাবলম্বী ছাত্রনেতাদের নিয়ে হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী হিসেবে আমরা যেমন বিশ্ববিদ্যালয় চেয়েছিলাম, ছাত্রনেতা হিসেবেও আমরা তেমনই বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে চাই।"
জিএস প্রার্থী চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ সিটিজিপোস্ট-কে বলেন, “এক বছরে বিশ্ববিদ্যালয়ের সব সমস্যার সমাধান করা হবে - এটা আকাশ কুসুম কল্পনা। তার উপর ছাত্র সংসদের ক্ষমতা অত্যন্ত সীমিত। এই বাস্তবতাকে মেনে নিয়েই আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা যেন সদা তৎপর থাকতে পারি। লেজুড়বৃত্তিক দলগুলোর অযাচিত ক্ষমতাচর্চা রোধ এবং একটা সুন্দর ক্যাম্পাস গড়তে পারি, সেজন্য কাজ করে যাবো।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যজোটের এই প্যানেল ঘোষণার মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে একটি নতুন মাত্রা যুক্ত হলো।
সিটিজিপোস্ট/ এসএইচএস
১৯ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালায় ডাকাতির ঘটনায় মোহাম্মদুল হক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে দুর্বৃত্তরা রশি টান দিয়ে ফাঁদ তৈরি করে। এ সময় কক্সবাজার থেকে চকরিয়াগা...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালায় ডাকাতির ঘটনায় মোহাম্মদুল হক (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা ...