চট্টগ্রামের চন্দনাইশে টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মুক্তা আক্তার (২৬)। বেধড়ক মারধরের পর ওষুধ খাইয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে রবিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পলিয়ার পাড়ার নদ্দিয়ার বাড়ি এলাকায়। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. পারভেজ (৩৬) এবং শাশুড়ি জাহানারা খাতুন (৫৪) পলাতক রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, ২০১৯ সালে মুক্তার সঙ্গে ওমান প্রবাসী পারভেজের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তিন মাস আগে পারভেজ দেশে ফেরেন। এরপর থেকে প্রায়ই টাকা দাবি করতেন তিনি। এরই মধ্যে শ্বশুর নাছির উদ্দীনের কাছ থেকে ধাপে ধাপে প্রায় সাড়ে ৩ লাখ টাকা নিয়েছেন। সম্প্রতি আরও ৫ লাখ টাকা দাবি করেন পারভেজ। টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় নির্যাতন।
নিহতের চাচাতো ভাই সাজ্জাদ হোসেন অভিযোগ করে বলেন, “স্বামী-শাশুড়ি মিলে বোনকে নির্যাতন করত। কিছু ট্যাবলেট খাওয়ানোর পর সে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেয়ার পথে মারা যায়। তার শরীরে আঘাতের চিহ্নই প্রমাণ করে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
নিহতের পিতা নাছির উদ্দীন বলেন, “নাতির কথা ভেবে সব সহ্য করেছি। জামাইয়ের চাহিদা মতো টাকা দিয়েছি। কিন্তু আরও টাকা না দেয়ায় আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।”
চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পিতা বাদি হয়ে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বারশত গ্রামে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি বাজার মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে অংশ নেন বারশত ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, ম...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বারশত গ্রামে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি বাজার মোড়ে এসে মানববন্ধনে মি...