দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি না রেখে নিজের ছবি প্রদর্শন করে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া।
ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দলের অভ্যন্তরেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত ৫ আগস্ট পটিয়া উপজেলা বিএনপি আয়োজিত ওই বিজয় র্যালিটি ছিল জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তির অংশ। র্যালিতে ইদ্রিস মিয়াকে দেখা যায় ঘোড়ার গাড়িতে নেতৃত্ব দিতে।
র্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি থাকলেও ছিল না দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি। বরং তার পরিবর্তে ইদ্রিস মিয়া নিজেই তার ছবি লাগিয়ে র্যালিতে অংশ নেন, যা রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পটিয়া উপজেলা বিএনপির একাধিক নেতা সিটিজি পোস্টকে বলেন, ছবি ব্যবহার করলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশাপাশি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের ছবি ব্যবহার করতে হবে। তারপর অন্য কারো। কিন্তু চেয়ারপার্সন খালেদা জিয়ার ছবি সরিয়ে ইদ্রিস মিয়ার নিজের ছবি প্রদর্শন অত্যন্ত ন্যাক্কারজনক।
বিষয়টি নিয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া ক্ষোভ প্রকাশ করে সিটিজি পোস্টকে বলেন, “ম্যাডামের ছবি পড়ে গেছে, অপরাধ হইসে নাকি?”
তবে তার দাবি, ছবিগুলো ঘোড়ার গাড়িওয়ালা লাগিয়েছিল, হয়তো সঠিকভাবে লাগাতে পারেনি বলে পড়ে গেছে। এটা ভুল হলেও তিনি মনে করেন, “অপরাধের কিছু নয়।”
দলীয় প্রধানের ছবির বদলে তার নিজের ছবি সামনে আনা নিয়ে নেতাকার্মীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি ইদ্রিস মিয়ার আস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে পটিয়া বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইদ্রিস মিয়া নিজেকে দল ও চেয়ারপার্সনের উর্ধে মনে করা শুরু করছেন। এটি আমাদের নেত্রীকে অপমান করার সামিল। এর সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা প্রয়োজন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন স্পর্শকাতর বিষয়ে একজন সিনিয়র নেতার আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। অন্যথায়, দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হতে বাধ্য।
প্রসঙ্গত, পটিয়া উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত। একটি অংশের নেতৃত্বে আছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, অপর অংশের নেতৃত্বে আছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম।
দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে এই বিভাজন আরও প্রকট হয়ে ওঠে। জুলাই গণঅভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে উভয় পক্ষই আলাদা বিজয় র্যালি আয়োজন করে, যা দলীয় বিভক্তিকে আরও স্পষ্ট করেছে।
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...