গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে সহিংস হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কয়েক ঘণ্টার সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন বলে বিবিসি বাংলার খবরে জানানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে প্রশাসন রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত জেলার উপর কারফিউ জারি করেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতা ও জননিরাপত্তা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সময়ে জনগণের চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জ পৌর পার্কে বিকেলে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন সময়ে হঠাৎ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা ও অস্ত্র নিয়ে সমাবেশস্থলে হামলা চালায়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সামনেই সমাবেশস্থলে চলে চেয়ার ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা।
হামলার মুখে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, ও হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতারা সেনা-পুলিশের নিরাপত্তায় সভাস্থল ত্যাগ করেন এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। পরে সন্ধ্যার পর তাদের সেনাবাহিনী ও পুলিশের পাহারায় নগরী থেকে সরিয়ে দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, কারফিউ রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
সিটিজিপোস্ট/এমএইচডি
১৭ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। এর মধ্যে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।বুধবার রাতে তাদের আটকের পর গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।এদিক...
১৭ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৭ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। এর মধ্যে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।বুধবার রাতে তাদের আটকের পর গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ...