'জুলাই পুনর্জাগরণ' স্মরণে খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দীঘিনালা উপজেলার পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে পাঁচ শতাধিক পাহাড়ি ও বাঙালি মানুষ অংশগ্রহণ করেন।
খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে, দীঘিনালা জোন ও ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচিতে মেডিসিন, গাইনি ও অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি ইসিজি ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হয়।
উপস্থিত ছিলেন— মেজর মো. মোজাম্মেল হোসেন (মেডিসিন বিশেষজ্ঞ), মেজর তাসমিয়া আক্তার (গাইনি বিশেষজ্ঞ), ক্যাপ্টেন লাবনী জামান (মেডিকেল অফিসার), ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি (আরএমও, দীঘিনালা জোন)
ক্যাপ্টেন লাবনী জামান বলেন, “শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনী এই কার্যক্রম গ্রহণ করেছে। ভবিষ্যতেও এই রকম সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, “পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এ ধরনের চিকিৎসা সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শুধু স্বাস্থ্যসেবা নয়, পাহাড় ও সমতলের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতিও দৃঢ় হবে।”