প্রতিষ্ঠার প্রায় ৬৫ বছর পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চালু হলো পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি। এর ফলে রোগীদের আর জীবাণু শনাক্তকরণের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য বেসরকারি ল্যাবের ওপর নির্ভর করতে হবে না। স্বল্প খরচে সরকারি হাসপাতালে এসব পরীক্ষা করাতে পারবেন রোগীরা।
নতুন ল্যাবে প্রথমে দুটি পরীক্ষা চালু হয়েছে, রক্তে ব্যাকটেরিয়া বা ছত্রাক শনাক্তের জন্য ব্লাড কালচার ও সংবেদনশীলতা পরীক্ষা (ব্লাড সি/এস) এবং প্রস্রাব কালচার ও সংবেদনশীলতা পরীক্ষা (ইউরিন সি/এস)। বেসরকারি ল্যাবে ব্লাড সি/এস করতে যেখানে দেড় হাজার থেকে ১৮শ’ টাকা পর্যন্ত খরচ হতো, চমেকে তা করা যাবে মাত্র ৩০০ টাকায়। আর ইউরিন সি/এস পরীক্ষা করা যাবে ২০০ টাকায়, যেখানে বেসরকারি খরচ ৭শ’ থেকে ৯শ’ টাকা পর্যন্ত।
চমেক হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জ শুভাশীষ বড়ুয়া রাজু বলেন, “এতদিন হাসপাতালে ভর্তি রোগীদের এসব পরীক্ষা বাইরে করাতে হতো। যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল। এখন স্বল্পমূল্যে এখানে করা যাবে, যা রোগীদের জন্য বড় স্বস্তির।”
গত ১ সেপ্টেম্বর হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন আনুষ্ঠানিকভাবে ল্যাবরেটরির কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় হাসপাতালের উপ-পরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, সহকারী পরিচালক ডা. দেব প্রসাদ চক্রবর্তী, সিনিয়র ক্রিনিক্যাল প্যাথলজিস্ট ডা. শাহীন আক্তার চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, “মাইক্রোবায়োলজি ল্যাব চালুর মাধ্যমে রোগ নির্ণয়ে হাসপাতালের সক্ষমতা এক ধাপ এগিয়েছে। সাধারণ মানুষ যেন বেসরকারি খরচের চাপ থেকে মুক্তি পেয়ে সরকারি হাসপাতালে আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পান, সেটিই আমাদের লক্ষ্য।”
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকার বাইরে কোনো সরকারি হাসপাতালে এ ধরনের পূর্ণাঙ্গ মাইক্রোবায়োলজি ল্যাব নেই। চট্টগ্রামে প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন রোগীর পরীক্ষা হচ্ছে। প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম বাড়লে আরও বেশি সংখ্যক পরীক্ষা করা সম্ভব হবে।
সংক্রমণজনিত রোগ নির্ণয়ে দ্রুত ও নির্ভুল রিপোর্ট পাওয়া অত্যন্ত জরুরি। নতুন ল্যাব চালুর ফলে চিকিৎসকরা সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, রোগীদের চিকিৎসা আরও কার্যকর হবে।
১৮ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচনে অতীতের ফ্যাসিবাদী ‘পরিবারতন্ত্র’ পুনর্বহালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক এসএম নুরুল হক।বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, সাবেক এমপি এম এ লতিফের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের ভুয়...
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচনে অতীতের ফ্যাসিবাদী ‘পরিবারতন্ত্র’ পুনর্বহালের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক এসএম নুরুল হক।বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক ...