একই সঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও চলতি সপ্তাহের মধ্যে শেষ হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়াও চলতি সপ্তাহের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন ইসি’র জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আখতার আহমেদ বলেন, “ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেটাও সম্পন্ন করা হয়েছে। সোমবার সকালে ব্রিফ করে তালিকা প্রকাশ করব।”
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে তিনি বলেন, “মাঠ পর্যায় থেকে কিছু অতিরিক্ত তথ্য এসেছে, তা যাচাই করা হচ্ছে। সপ্তাহের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করব।”
এনসিপির প্রতীক বরাদ্দ বিষয়ে কোনো মন্তব্য না করে সচিব বলেন, “প্রতীকের বিষয়ে পরে জানাব।”
রোডম্যাপ বাস্তবায়নের অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, “সবকিছু ১০০ শতাংশ করা সম্ভব নয়। কিছু বিষয় সম্পন্ন হয়েছে, কিছু বিষয় প্রেক্ষাপট অনুযায়ী সামঞ্জস্য করতে হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি।”
শনিবার রাতে নির্বাচন কমিশন ভবনের পাশে ককটেল বিস্ফোরণ বিষয়ে প্রশ্নে তিনি বলেন, “ঘটনায় অভিযুক্তকে পুলিশ আটক করেছে। প্রয়োজন হলে ইসি মামলা করবে।”
কমনওয়েলথ দলের সঙ্গে বৈঠকে প্রবাসী ভোটার নিবন্ধন, প্রযুক্তির অপব্যবহার ও নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব।
.png&w=3840&q=75)
২৬ অক্টোবর, ২০২৫
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড (বিয়ারিং স্প্রিং) খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটির পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ ঘোষণা করা হয়।নিহত ব্যক্তির নাম আবুল কালাম (বয়স ৩৫–৪০ বছর)। তার বাড়ি শরীয়তপুর জেলায়।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি...
.png&w=3840&q=75)
২৬ অক্টোবর, ২০২৫

২৫ অক্টোবর, ২০২৫

২৫ অক্টোবর, ২০২৫
.png&w=3840&q=75)
২৪ অক্টোবর, ২০২৫
.png&w=3840&q=75)
২৬ অক্টোবর, ২০২৫
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড (বিয়ারিং স্প্রিং) খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটির পরপরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল বন্ধ ঘোষণা করা হয়।নিহত ব্যক...