গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার বিকেল পাঁচটার দিকে বাসায় ফিরেছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি বাসার উদ্দেশে রওনা দেন।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুল হক বাসায় গেলেও পরদিন আরেকটি হাসপাতালে তাঁর নাকের অস্ত্রোপচার করা হবে। তিনি বলেন, “ঢাকা মেডিকেল থেকে আজ তাঁকে রিলিজ দেওয়া হয়েছে। আগামীকাল অন্য একটি মেডিকেলে নাকের অপারেশন করানো হবে। এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে যেতে হবে বলে তিনি আজ বাসায় গেছেন।”
রাশেদ খান আরও জানান, নুরুল হক এখনো হাঁটাচলা করতে পারছেন না এবং শারীরিক অবস্থার উন্নতির জন্য আরও সময় লাগবে। নাকের হাড় ভেঙে যাওয়ায় তিনি স্বাভাবিকভাবে কথা বলতেও পারছেন না।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাঁকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর কথা বলা হলেও তা বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় গণ অধিকার পরিষদ নিজেদের উদ্যোগে নুরুল হককে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রাশেদ খান বলেন, “সরকারের পক্ষ থেকে দেশের বাইরে পাঠানোর কথা বলা হলেও গড়িমসি করা হচ্ছে। তাই দলের পক্ষ থেকে আমরা সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
প্রসঙ্গত, গেলো ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় দুই দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের লাঠিপেটা করলে সভাপতি নুরুল হক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
সিটিজি পোস্ট /এমসি
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...