ময়মনসিংহ মেডিকেল কলেজের হোস্টেল থেকে ২১ বছর বয়সী মেডিকেল ছাত্রী শরিফা ইয়াসমিন সৌমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১টার দিকে ৩১১ নম্বর কক্ষে থেকে লাশ উদ্ধার করা হয়। সৌমা এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং খুলনার খালিশপুরের তায়েদুর রহমান ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৌমা ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি সিরিঞ্জ এবং ৪-৫ পৃষ্ঠার একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে তিনি মানসিক চাপ ও নানা কষ্টের কথা উল্লেখ করেছেন।
সহপাঠীদের বরাত দিয়ে জানা গেছে, পড়াশোনা ও ব্যক্তিগত জীবনের চাপসহ বিভিন্ন কারণে সৌমা দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার সোহরোয়ার্দী হোসেন জানান, সৌমার কক্ষে আরও একজন ছাত্রীর থাকার কথা। সকালে ওই সহপাঠী সৌমাকে ঘুমিয়ে থাকতে দেখেন। পরে পুলিশ দরজা স্বাভাবিকভাবে বন্ধ অবস্থায় পায়।
মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়ের মৃত্যুর খবরে বাবা-মা ময়মনসিংহে আসছেন। তাদের আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিটিজি পোস্ট/ এসএইচএস