চট্টগ্রামের পটিয়ায় একটি অটোরিকশা চুরি করে পালানোর সময় মোরশেদ নামের এক চোরকে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাদামতল নয়াহাট এলাকা থেকে চোরাই অটোরিকশাসহ এ চোরকে আটক করে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করে।
আটককৃত মোরশেদ প্রকাশ খোরশেদ (২৫) পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের গোবিন্দারখীল গ্রামের আহমদ ছফার পুত্র।
জানা গেছে, উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামের মোহাম্মদ সেলিমের একটি অটোরিকশা শনিবার রাতে নিজ এলাকা থেকে চুরি হয়। চুরি হওয়া গাড়িটি হন্য হয়ে খোঁজতে থাকে গাড়ির মালিক সেলিম। রাতে পটিয়ার নয়াহাট এলাকায় তার গাড়িটি দেখে সন্দেহ হলে তিনি চোরকে আটক করে। পরে স্থানীয়রা চোরকে গণধোলাই দিলে গাড়ি চুরির বিষয়টি সে স্বীকার করে।
স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় অটোরিকশা চুরির ঘটনা বেড়ে গেছে। পুলিশ যদি নজরদারি বাড়ায় তবে এ ধরনের অপরাধ রোধ করা সম্ভব হবে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান (ওসি) বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সিটিজিপোস্ট/এমএইচডি
১৫ সেপ্টেম্বর, ২০২৫
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করেন শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী কলেজের মূল ফটকে নবীনদের হাতে ফুল ও শুভেচ্ছাবার্তা তুলে দেয় সংগঠনটির নেতৃবৃন্দ। এর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কলম বিতরণ করা হয়। শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ তারেক জানা...
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
১৫ সেপ্টেম্বর, ২০২৫
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করেন শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী কলেজের মূল ফটকে নবীনদের হাতে ফুল ও শুভেচ্ছাবার্তা তুলে দেয় সংগঠনটির নেতৃবৃন্দ। এর পাশাপাশি...