চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর দেশের স্বাস্থ্যখাতে জনবল ঘাটতি পূরণে ৩,৫০০ ডাক্তার ও ৩,৫০০ নার্স নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি জানান, শুধু সরকারি পর্যায়ে প্রায় ১০ হাজার ডাক্তার ও ১২ হাজার নার্সের সংকট রয়েছে।
শুক্রবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি বলেন, সরকারি হাসপাতালে কিছু ওষুধ বিনামূল্যে দেওয়া হলেও অনেক ওষুধ ও ল্যাব সুবিধা এখনো ফ্রি দেওয়া সম্ভব হচ্ছে না, যা লজ্জার বিষয়।
উপদেষ্টা আরও বলেন, ঢাকার বাইরে এখনো কোনো বড় বিশেষায়িত হাসপাতাল গড়ে ওঠেনি। চট্টগ্রামের মতো শহরে চক্ষু, নিউরো, অর্থোপেডিকসহ জাতীয় পর্যায়ের হাসপাতাল থাকা উচিত ছিল।
এসময় তিনি কোয়ালিটি ডাক্তার তৈরির উপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি-বেসরকারি ১০৪টি মেডিকেল প্রতিষ্ঠানের মান যাচাই করে ম্যাট্রিক্স তৈরি করা হচ্ছে। যেসব প্রতিষ্ঠান মানহীন প্রমাণিত হবে, সেগুলোর ভর্তি কার্যক্রম বন্ধ করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মঞ্জুরুল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমসহ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্যরা।
৭ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, "চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। নিয়মিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চললে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজের সামর্থ্যবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তবে অনেক মানুষই এ ধরনের বিনা...
৭ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, "চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। নিয়মিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চললে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অ...