নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর দায়িত্ব কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং জনগণের প্রতি কর্তব্য।
মালয়েশিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে বারনামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, "এটা আমার নয়, এটা সেসব মানুষের চাওয়া, যাঁরা পরিবর্তন চেয়েছিলেন। তাঁরা যেভাবে চলতে চান, আমি শুধু তাঁদের সেভাবে চলতে সহায়তা করছি।"
অধ্যাপক ইউনূস আরও বলেন, "এখানে অসুবিধা অনেক। অনেকেই এটাকে ব্যাহত করতে চায়। কারণ, বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।"
২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া অধ্যাপক ইউনূস ক্ষুদ্রঋণের পথিকৃৎ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত। তবে রাজনৈতিক নেতৃত্বে আসা তাঁর পরিকল্পনার অংশ ছিল না বলে জানান তিনি। তাঁর ভাষায়, "পরিস্থিতি আমাকে বেছে নেওয়ার ক্ষেত্রে খুব কমই সুযোগ দিয়েছে।"
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, গত দেড় দশকে বাংলাদেশের বহু তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, "কেউ ১০ বছর ধরে অপেক্ষা করছেন, কেউ ১৫ বছর ধরেও। এখন তাঁরা ১৫ বছরের মধ্যে প্রথমবার ভোট দিতে পারবেন।"
গত বছরের ৫ আগস্ট "জুলাই গণ–অভ্যুত্থানের" মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। এরপর ৮ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অধ্যাপক ইউনূসের পেশাজীবন শুরু হয় ১৯৭৪ সালের দুর্ভিক্ষকালে দরিদ্র মানুষদের সহায়তা করার উদ্যোগ থেকে। চট্টগ্রামে ক্ষুদ্রঋণ প্রকল্প হিসেবে শুরু হওয়া তাঁর উদ্যোগ ১৯৮৩ সালে পূর্ণাঙ্গ ব্যাংকে রূপ নেয়, যা বর্তমানে গ্রামীণ ব্যাংক নামে পরিচিত। এর মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন।
সিটিজি পোস্ট/এআই
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...