গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, "প্রধান উপদেষ্টা যেভাবে রোডম্যাপ ঘোষণা করেছেন, সেই সময়সূচি অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে কোনো পরিবর্তন হবে না। তিনি শতভাগ নিশ্চয়তা দিয়ে এ কথা জানিয়েছেন।"
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, "আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে।"
রাশেদ খান দাবি করেন, "কেউ কেউ জটিলতা তৈরি বা ১/১১-এর মতো পরিস্থিতি আনার চেষ্টা করবে।" তিনি বলেন, "মাঝে অনেকে জটিলতা বা ১/১১ আনার চেষ্টা করবে… মানে আমি যেহেতু ক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করতে পারিনি, সুতরাং অন্য কাউকে ক্ষমতায় যেতে না দিয়ে প্রয়োজনে হট্টগোল তৈরি করে ১/১১ সৃষ্টি করব।"
তিনি আরও বলেন, ষড়যন্ত্র হলেও ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অঙ্গীকার এবং তিনি তা ভঙ্গ করবেন না।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রাশেদ খান বলেন, "অযথা সময় নষ্ট না করে মাঠে-ঘাটে ও গ্রামাঞ্চলে গিয়ে জনগণের কাছে দলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা উচিত। নির্বাচন আটকানোর প্রচেষ্টা কেবল শক্তি ও সময়ের অপচয় ঘটাবে। তার মতে, যারা বক্তব্য ও ষড়যন্ত্রের পরিবর্তে তৃণমূলে মানুষের দ্বারে দ্বারে যাবে, তারাই বেশি উপকৃত হবে।"
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৩ আগস্ট, ২০২৫
ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি; বরং নকশা বহ...
১৩ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১২ আগস্ট, ২০২৫
১৩ আগস্ট, ২০২৫
ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবা...