জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ, বিভ্রান্তিকর ও বিতর্কিত মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার (২৪ আগস্ট) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নোটিশে বলা হয়, " জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নিয়ে যে বক্তব্য তিনি দিচ্ছেন তা দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি। আপনার এ বক্তব্যে শহীদ নেতা-কর্মীদের আত্মত্যাগ অবমূল্যায়িত হয়েছে এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় নেতাকর্মীদের প্রতি অবমাননা করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, আপনি জনসভায় যে মন্তব্য করেছেন তা দলীয় অবস্থানবিরোধী। বিএনপির সঙ্গে সম্পৃক্ত হাজারো নেতা-কর্মী এ ধরনের বক্তব্যে ক্ষুব্ধ। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে বিষয়টি অত্যন্ত জরুরি উল্লেখ করে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৪ আগস্ট, ২০২৫
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার নেতৃত্বে সংগঠিত গণ-অভ্যু্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে আ’লীগ নেতৃত্বাধীন জোট সরকারের পতন ঘটে। একই সাথে রাজনীতির মা, মিডিয়া ও স্যোশাল মিডিয়া থেকে রাতারাতি একেবারেই হাওয়া হয়ে যান জীবনে প্রথমবারের মত নির্বাচিত হওয়া কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। কিন্তু এক বছর পর হঠাৎ করে আব...
২৪ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার নেতৃত্বে সংগঠিত গণ-অভ্যু্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে আ’লীগ নেতৃত্বাধীন জোট সরকারের পতন ঘটে। একই সাথে রাজনীতির মা, মিডিয়া ও স্যোশাল মিডিয়া থেকে রাতারাতি একেবারেই হাওয়া হয়ে যান জীবনে প্রথমবারের মত নির্বাচিত হও...