জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ও কাস্টমস বিভাগে বড় ধরনের রদবদল হয়েছে। একযোগে বদলি করা হয়েছে ২৫ জন অতিরিক্ত কমিশনার ও ২৪ জন যুগ্ম কমিশনারকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলি হওয়া অনেকেই এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যান অপসারণ দাবির আন্দোলনে সক্রিয় ছিলেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ভ্যাট ও কাস্টমস প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে একযোগে বদলি করা হয় মোট ৪৯ জন কর্মকর্তাকে।
এর মধ্যে ২৫ জন অতিরিক্ত কমিশনার ও ২৪ জন যুগ্ম কমিশনার রয়েছেন। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মির্জা সহিদুজ্জামান, প্রমীলা সরকার, শামীমা আক্তার, ড. মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান, মো. রুহুল আমিন, মোছা. শাকিলা পারভীন, মো. জিয়াউর রহমান খান, মোহাম্মদ বাপ্পী শাহরিয়ার সিদ্দিকী, রাকিবুল হাসানসহ অনেকে।
যুগ্ম কমিশনারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ছালাউদ্দিন রিপন, শাহীনূর কবির পাভেল, হাসনাইন মাহমুদ, সারমিন আক্তার মজুমদার, মো. পায়েল পাশা, তাহমিনা আক্তার পলি, লুবনা ইয়াসমীন, মো. নাহিদুন্নবী, চপল চাকমা, কাজী ইরাজ ইশতিয়াক প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বদলি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া হলেও এবার একসঙ্গে এত জনের বদলি নজরকাড়া। এর পেছনে রাজনৈতিক ও প্রশাসনিক উত্তাপ কাজ করেছে বলেও অনেকে মনে করছেন।
জানা গেছে, বদলি হওয়া বেশ কয়েকজন কর্মকর্তা এনবিআর বিলুপ্তি ও চেয়ারম্যানের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। কেউ কেউ ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
এই আন্দোলনের অংশগ্রহণের দায়ে এর আগে এনবিআরের ২৭ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে। ইতোমধ্যে কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটি শুধুই বদলি নয়, এটা একটি বার্তা। এনবিআর ভাঙার দাবিতে যারা সোচ্চার ছিলেন, তারা এখন প্রশাসনিকভাবে কোণঠাসা।”
প্রতিষ্ঠানিক সংস্কার, স্বচ্ছতা এবং রাজনৈতিক নিরপেক্ষতা প্রতিষ্ঠার প্রশ্নে এই পদক্ষেপ একদিকে যেমন প্রশাসনিক নিয়ন্ত্রণের প্রকাশ, অন্যদিকে তা এনবিআরের অভ্যন্তরীণ অস্থিরতাকেও সামনে আনছে।
১ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে পেশাজীবী শ্রেণির, বিশেষ করে চিকিৎসকদের অবদান সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সবসময় অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার সংগ্রামে ড্যাব শুধু একটি চিকিৎসক সংগঠন নয়, বর...
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
১ আগস্ট, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
১ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে পেশাজীবী শ্রেণির, বিশেষ করে চিকিৎসকদের অবদান সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সবসময় অন্যায়ের বিরুদ্ধ...