জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। সোমবার (২৮ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, দলটির ভেতরে অপরাধীদের বিচার হয় না এবং নারী হেনস্তার মতো গুরুতর ঘটনার পরেও দলীয় নেতৃত্ব নীরব ভূমিকা পালন করে।
ফেসবুক পোস্টে নীলা লেখেন, “আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না। একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয়—সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।”
তিনি আরও বলেন, “একজন নারীকে অপমান ও নিপীড়ন করার পরও অভিযুক্ত ব্যক্তি যখন শাস্তি না পেয়ে দলীয় ছত্রচ্ছায়ায় ঘুরে বেড়ায়, তখন সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়ের প্রতিনিধিত্ব করে না। আজ থেকেই আমি এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান করলাম।”
নীলার এই ঘোষণায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই তার অবস্থানকে "সাহসী পদক্ষেপ" হিসেবে দেখছেন।
এদিকে এনসিপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
৬ আগস্ট, ২০২৫
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে। দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়।বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর কোনো স্থান নেই। বারবার বলছি, কোনো শৃঙ্খলা ভঙ্গকারীর জায়গা হবে না বিএনপিতে। ৫-৬ হাজারকে বহিষ্কার করা হয়েছে। কোনো দখলদার,...
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৫ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির পক্ষে। দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে চায়।বিএনপিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর কোনো স্থান নেই। বার...