সাবেক ছাত্রলীগ ও অছাত্রদের নিয়ে কমিটি গঠনসহ নানা অভিযোগে কমিটি ঘোষণার পরপরই পদত্যাগ করলেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ছাত্রদলের দুই নেতা। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কাছে পাঠানো পৃথক পদত্যাগপত্রে তারা তাদের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
পদত্যাগকারীরা হলেন- আইআইইউসি শাখা ছাত্রদলের প্রথম সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম ইনফি ও সিনিয়র সহ-সভাপতি মোঃ রিপন। দুজনেই একই দিনে তাদের পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করেছেন। তবে সম্প্রতি দলের সিদ্ধান্তে এমন একজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে, যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। সেইসাথে বিভিন্ন অনৈতিক ও দলবিরোধী কার্যক্রমের অভিযোগও তাঁরা উল্লেখ করেন।
মোঃ সাইদুল ইসলাম ইনফি পদত্যাগপত্রে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, সদ্য ঘোষিত কমিটিতে এক সাবেক ছাত্রলীগ নেতাকে সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রও নন। এ ছাড়াও, কমিটিতে পদ বণ্টনে সিনিয়র-জুনিয়র ক্রমানুসার মানা হয়নি এবং ব্যক্তিগত সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের টিম-৬ এর টিম প্রধান জিয়াউদ্দিন বাসেত এর পক্ষপাতমূলক ও স্বার্থান্বেষী ভূমিকা সংগঠনের আদর্শ, ন্যায়বোধ ও ত্যাগের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে। উপরোক্ত পরিস্থিতিতে, আমি এই কমিটির অংশ হিসেবে থাকতে আগ্রহী নই।’
তিনি আরও জানান, আদর্শ ও মূল্যবোধের জায়গা থেকে দলীয় সিদ্ধান্তে আপত্তি থাকায় এবং সংগঠনের স্বচ্ছ নেতৃত্বের ঘাটতির কারণে তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
পদত্যাগ করা মো রিপনও একই অভিযোগ করে পদত্যাগ করেছেন।
এর আগে রোববার (২৭ জুলাই) বিকালে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুল ইসলাম রাশেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে বখতিয়ার আহমেদ সানিফ। সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন মোঃ রিপন এবং সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ সাইদুল ইসলাম ইনফি, মোঃ রবিউল হাসান (সোহান), মোঃ ফারদিন তাহের রাব্বি ও আরমান আহমেদ।
সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোঃ সাকিব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ তারেকুর রহমান, মোঃ আজহারুল ইসলাম তামিম, তানজিল ইসলাম তালুকদার, ইয়াছিন আরাফাত আসিফ, সালমান গালিব রাসেদ, মোঃ আল নাহিয়ান তানিম ও সাইফ উদ্দিন চৌধুরী প্রিন্স।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন খায়রুল ওয়াদুদ জিহান, প্রচার সম্পাদক আবু বকর সিদ্দিক রুমান এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নূর শাহরিয়ার নীরব।
সিটিজিপোস্ট/এমএইচডি
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...