রাজধানীর যাত্রাবাড়ীতে পরিবহনে চাঁদাবাজি, গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা বন্ধ না হলে সড়ক অবরোধ করে পদ্মা সেতু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শরীয়তপুর পরিবহনমালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।
আজ শনিবার শরীয়তপুর পৌর বাস টার্মিনালে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
শনিবার শরীয়তপুর পৌর বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জেলার পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা।
শ্রমিক ও পরিবহন নেতারা জানান, সরকার পতনের পর থেকে যাত্রাবাড়ীতে প্রতিদিন শরীয়তপুরের গাড়িগুলো থেকে ৩০-৪০ হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন যুবদলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিম। তিনি সম্প্রতি ৫ কোটি টাকা দাবি করলে মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এরপর ৯ জুলাই থেকে যাত্রাবাড়ী থেকে শরীয়তপুরের পরিবহন চলাচল বন্ধ করে দেন ফাহিম ও তাঁর অনুসারীরা।
নেতাদের অভিযোগ, এই ঘটনায় এখন পর্যন্ত দোলাইপাড় ও যাত্রাবাড়ী এলাকায় ফাহিম ও তার অনুসারীরা শরীয়তপুরের প্রায় ২৫টি গাড়ি ভাঙচুর এবং অন্তত ১০ জন শ্রমিককে আহত করেছেন। আতঙ্কে অনেক পরিবহন এখন আর যাত্রাবাড়ীতে ঢুকছে না।
শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের পক্ষ থেকে বিষয়টি লিখিতভাবে ডিএমপি কমিশনার, র্যাব, সেনাবাহিনী ও ঢাকা রেঞ্জ ডিআইজির কাছে জানানো হয়েছে। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডকেও অবহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. ফারুক আহমেদ তালুকদার বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে আমাদের "শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেড" শরীয়তপুর-ঢাকা রুটে যাত্রীসেবা দিয়ে আসছে। কিন্তু গেলো ৫ আগস্ট থেকে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহসভাপতি ফাহিম আমাদের প্রতিটি গাড়ি থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত চাঁদা নিচ্ছেন। এতে প্রতিদিন ৩০-৪০ হাজার টাকা এবং মাসে ৮-১০ লাখ টাকা চাঁদা আদায় করছেন তিনি।’
তিনি আরও বলেন, ‘চাঁদা দিতে না চাওয়ায় চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের ২৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে, ১০ শ্রমিককে আহত করা হয়েছে। গাড়িগুলো এখন পোস্তগোলা বা দোলাইপাড় থেকেই ঘুরিয়ে আনতে হচ্ছে। যাত্রী দুর্ভোগের কথা ভেবে কিছু গাড়ি চালু রাখা হয়েছে, তবে যাত্রাবাড়ী ঢুকতে পারছে না। আমরা এ পরিস্থিতির দ্রুত সমাধান চাই।’
আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ চৌকিদার বলেন, ‘ফাহিম ও তার লোকজনের চাঁদাবাজি সীমা ছাড়িয়ে গেছে। তাদের কারণে আমাদের গাড়িগুলো যাত্রাবাড়ী ঢুকতে পারছে না। এতে ২০ লাখ যাত্রী দুর্ভোগে পড়েছে, শ্রমিকেরা বেকার হয়ে গেছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে শরীয়তপুরবাসীকে সাথে নিয়ে সড়ক অবরোধ করে পদ্মা সেতু বন্ধ করে দেব।’
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...