চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসার পথে ৩১ জন রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পারকি সমুদ্র সৈকতের টানেল সার্ভিস এরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককারীরা হলো: মোঃ আমিন (৩৩), ইমাম হোসেন (৩১), রুহুল আমিন (২৮), মোবারক হোসেন (১৮), মোঃ করিম (৩০), মোহাম্মদ হোসেন (২৫), হুজাইফা (২৬), আনোয়ারা (২৭), উম্মে সালমা (২৪), হাসিনা (৩০), রেহেনা (১৩), রশিদা (৩৩), সুমাইয়া (১৮), শহিদা (২৩)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দেড়টার দিকে আনোয়ারা আর্মি ক্যাম্পের পেট্রোল টিম কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়া সংলগ্ন দুধকুমরা এলাকায় ৩১ জন রোহিঙ্গাকে আটক করে। তারা সকলেই ২ দিন পূর্বে একজন দালালের সহায়তায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। তাদের উদ্দেশ্য ছিল বিভিন্ন দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকা শহরে গিয়ে বাংলাদেশি নাগরিকদের মাঝে মিশে যাওয়া। উক্ত দালাল ৭টি পরিবার থেকে মোট ৬১হাজার ৫শ টাকা গ্রহণ করে নৌকা যোগে তাদের পাঠায় বলে জানিয়েছেন সেনাবাহিনী।
স্থানীয়রা জানান, কিছুদিন পর পর দফায় দফায় ভাসানচর থেকে পালিয়ে আনোয়ারার পারকি সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবতরণ করে। এর মধ্যে কয়েকটি গ্রুপকে স্থানীয়রা আটক করে প্রশাসনকে তুলে দিলেও রোহিঙ্গাদের অনেক গ্রুপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়।
সিটিজিপোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চট্টগ্রামের পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় মিনিবাসের চাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহরগামী একটি মিনিবাস হঠাৎ ব্রেক ফেইল করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড়ানো ...
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চট্টগ্রামের পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় মিনিবাসের চাপায় এক নারী পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহরগাম...