চট্টগ্রাম মহানগরে বিএনপি ও জামায়াত ৫ই আগস্ট উদযাপন করলেও নতুন রাজনৈতিক দল এনসিপির কোনো কর্মসূচি চোখে পড়েনি।
গত বছরের ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমন্বয়ক নাহিদ ইসলাম এক দফা দাবি ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। এরপর ৪ আগস্ট দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও রাষ্ট্রীয় বাহিনির তীব্র সংঘর্ষ হয়। ওইদিন সরকারি বাহিনির গুলিতে ৯৮ জন আন্দোলনকারী শহীদ হন এবং হাজার হাজার মানুষ আহত হন।
বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে সাধারণ জনগণ কারফিউ, দমন-পীড়ন ও গুলি উপেক্ষা করে সাড়া দেন এবং ৪ আগস্টের অসহযোগ আন্দোলন সফল করেন। সেদিন বিকেলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পরিস্থিতি পর্যালোচনায় জরুরি সিদ্ধান্তে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে এগিয়ে এনে ৫ আগস্ট করা হয়েছে। অর্থাৎ আগামীকালই (সোমবার) সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানানো হয়।
ঘোষণার পর সারাদেশের ছাত্র ও জনতা ঢাকার দিকে যাত্রা শুরু করে। ৫ আগস্ট সকালে সবার দৃষ্টি ঢাকার দিকে, আতঙ্ক আর উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর ২টার দিকে সংবাদ আসে 'শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন'। খবর ছড়িয়ে পড়তেই চট্টগ্রামের আকাশ-বাতাসে বাঁধভাঙা উল্লাস নামে। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে বিজয় উদযাপনে।
জুলাই অভ্যুত্থানের বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপি ও জামায়াত চট্টগ্রামে র্যালি ও দোয়া মাহফিলের মতো ঝাঁকজমকপূর্ণ কর্মসূচি পালন করলেও, চট্টগ্রামের অভ্যুত্থানে নেতৃত্বদানকারী দল এনসিপির পক্ষ থেকে কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি।
এনসিপির মহানগর সংগঠক পরিচয়ধারী এক ব্যক্তি বলেন, “গণ অভ্যুত্থানের এক বছর পর, যখন আবার ফিরে আসে হাসিনা পালানোর সেই ঈদের দিন, তখন দেখা যাচ্ছে, চট্টগ্রামে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল ৫ আগস্ট উদযাপনে অনেকটাই পিছিয়ে। এটা আমাদের জন্য খুবই হতাশার। আমরা ভেবেছিলাম চট্টগ্রামে আমরা আড়ম্বরপূর্ণভাবে ৩৬ জুলাই উদযাপন করব, কিন্তু সেটা আর হচ্ছে না।”
এনসিপির মহানগর সংগঠক রাফসান জানি জানান, “এনসিপি জুলাই পদযাত্রা ও জুলাই ঘোষণাপত্রের পর আগামীকাল ঢাকায় অনুষ্ঠিতব্য প্রোগ্রামগুলোতে ফোকাস করছে। যার ফলে চট্টগ্রামের বেশিরভাগ নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন। তাই চট্টগ্রামে আলাদা কোনো কর্মসূচি রাখা হয়নি।”
৫ আগস্ট সকালে নগরীর বহদ্দারহাট থেকে দুই নম্বর গেট পর্যন্ত ‘জুলাই জাগরণ র্যালি’ করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।
চট্টগ্রাম মহানগর জামায়াত বিকেল পাঁচটায় জমিয়তুল ফালাহ মসজিদ থেকে র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আগামীকাল ৬ আগস্ট নগরীর নিউ মার্কেট মোড় থেকে প্রেস ক্লাব পর্যন্ত বিজয় র্যালি আয়োজন করা হয়েছে।
জুলাই-কেন্দ্রিক অনেক সংগঠনও আজ জাতীয় পর্যায়ে ও চট্টগ্রামজুড়ে ৫ আগস্ট নিয়ে নানা কর্মসূচী রেখেছে।
পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণের জন্য এক মুক্তির দিন হিসেবে চিহ্নিত। এদিন বাংলাদেশের জনগণ ছত্রিশ দিনের রক্তক্ষয়ী সংগ্রামের পর শেখ হাসিনার অপশাসন থেকে মুক্তি পায়। শেখ হাসিনা ওইদিন ভারত পালিয়ে গেলে, দেশের কোটি কোটি ছাত্র-জনতা রাস্তায় নেমে বিজয় উদযাপন করেন।
গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আজ রাজধানী মানিক মিয়া এভিনিউতে 'জুলাই ঘোষণাপত্র' আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন প্রধান উপদেষ্টা ইউনুস। এই ঘোষণার অনুষ্ঠানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব রাজনৈতিক দল ও পক্ষসমূহকে আমন্ত্রণ জানানো হয়েছে।
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।তিনি জানান, “বুধবার দিবাগত রাতের কোনো এক সময় স্টারশিপ ব্রিজ এলাকার সড়কটির...
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপ...