কক্সবাজার জেলার মহেশখালীতে পুলিশের ওপর সশস্ত্র হামলার মূলহোতা ও একাধিক মামলার পলাতক আসামি আবু সৈয়দ (২৫) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে বান্দরবানের লামা উপজেলা থেকে ১৬ সেপ্টেম্বর রাত ১টায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী মহেশখালীতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবু সৈয়দ মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুসখালী পূর্বপাড়ার বাসিন্দা আবু সৈয়দের পুত্র। সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, ডাকাতি ও অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার কাছে অবৈধ অস্ত্র মজুত আছে। পরে পুলিশের একটি দল তাকে নিয়ে তার নিজ বাড়িতে অভিযান চালায়। সেখানে তার দেখানো মতে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টার দিকে মহেশখালী থানা পুলিশের একটি টহল টিম আফজলিয়া পাড়া এলাকায় পৌঁছালে আবু সৈয়দের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র ডাকাত পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। ওই হামলায় এএসআই সেলিম মিয়া, কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন। এ ঘটনায় থানায় মামলা রুজু হয় এবং আসামিদের ধরতে অভিযান চলমান ছিলো।
অবশেষে বিশেষ অভিযানে পুলিশের ওপর সশস্ত্র হামলার মূল আসামি আবু সৈয়দকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোতে তদন্ত চলছে বলে নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক।
সিটিজি পোস্ট/ এসএইচএস