মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জরুরি চিকিৎসা সহায়তার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে।
হটলাইন নম্বর: ০১৯৪৯০৪৩৬৯৭
বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, "দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা ব্যবস্থায় সমন্বয় এবং প্রয়োজনীয় তথ্য প্রদান নিশ্চিত করতেই এ হটলাইন চালু করা হয়েছে। জনসাধারণকে যে কোনো জরুরি প্রয়োজনে এই নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।"
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুলের মাঠে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানটিতে থাকা দুই পাইলট দগ্ধ হন এবং কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সিটিজি পোস্ট/এসএইচএস