চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ও পদবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিএমপি।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে সিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, প্রতারকরা ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি বা অপরিচিত মোবাইল নম্বর ব্যবহার করে টাকা দাবি করছে। ভুয়া পরিচয়পত্র ও অফিসিয়াল ছবি ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা।
সিএমপি জানিয়েছে, এসব যোগাযোগ ভুয়া ও প্রতারণামূলক। অপরিচিত নম্বর বা আইডির মাধ্যমে কেউ টাকা চাইলে তা কোনোভাবেই দেওয়া যাবে না। কেউ যদি পুলিশ পরিচয়ে টাকা দাবি করে, তবে সঙ্গে সঙ্গে তথ্য সংরক্ষণ করে নিকটস্থ থানায় বা সিএমপির কন্ট্রোল রুমে (01320-057998) জানানোর আহ্বান জানানো হয়েছে।
এছাড়া প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা শাখাসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে বলেও জানিয়েছে সিএমপি।
২৭ আগস্ট, ২০২৫
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম বন্দরে বুধবার (২৭ আগস্ট) অনধিকার প্রবেশের চেষ্টা করায় তিনজনকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। পরে তাদেরকে বন্দর থানায় সোপর্দ করা হয়।বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, সকাল সাড়ে আটটার দিকে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরা করার সময় মো. মাহফুজ শেখকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিদেশগামী জাহাজে অবৈ...
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
২৭ আগস্ট, ২০২৫
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম বন্দরে বুধবার (২৭ আগস্ট) অনধিকার প্রবেশের চেষ্টা করায় তিনজনকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। পরে তাদেরকে বন্দর থানায় সোপর্দ করা হয়।বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, সকাল সাড়ে আটটার দিকে ১১ নম্বর জেটি এলাকায় ঘ...