রাজধানীর ভাটারা থানা এলাকায় মো. জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন। তিনি জানান, আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কায় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই নাজমুল আমিন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। পরে (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত আবেদনটি মঞ্জুর করেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল, আওয়ামী মহিলা লীগের সদস্য নুজহাত সারওয়াত তমা, মিরপুর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমেদসহ আরও অনেকে।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের ২১ জুলাই ‘জুলাই আন্দোলন’ চলাকালে জাহাঙ্গীর আন্দোলনে অংশ নেন। আন্দোলন দমন করতে শেখ হাসিনার নির্দেশে আসামিরা দাঙ্গা সৃষ্টি করে। আওয়ামী লীগের অর্থদাতাদের সহায়তায় অন্য আসামিরা অস্ত্র, গোলাবারুদ ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে গুরুতর আহত হয়ে জাহাঙ্গীর মারা যান।
এ ঘটনায় চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
১৮ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত পূর্ববর্তী নির্বাচনে কোন কর্মকর্তা ও কর্মচারী কী দায়িত্ব পালন করেছিলেন—সে বিষয়ে লিখিত তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাটে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে এ তথ্য নিচ্ছে।সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি জাতী...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত পূর্ববর্তী নির্বাচনে কোন কর্মকর্তা ও কর্মচারী কী দায়িত্ব পালন করেছিলেন—সে বিষয়ে লিখিত তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাটে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর...