অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, সারাদেশে যত খাস জমি আছে সেগুলোর পূর্ণাঙ্গ হিসাব দুই মাসের মধ্যে নেওয়া হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন,সারাদেশে খাস জমি পড়ে আছে। এ বিষয়ে আমরা কয়েকজন উপদেষ্টা মিলে সিদ্ধান্ত নিয়েছি এগুলো কী অবস্থায় আছে তা বের করবো। কী পরিমাণ খাস জমি অপব্যবহার হয়েছে তা দেখা হবে। যত খাস জমি পড়ে আছে তা দুই মাসের মধ্যে হিসাব নেওয়া হবে।
তিনি আরও বলেন, অতীতে অনেক প্রকল্প একটি মাফিয়া চক্রের নিয়ন্ত্রণে ছিল। রেল, সড়ক, সেতু ও পানিসম্পদ মন্ত্রণালয়সহ বেশ কিছু খাতে তারা প্রকল্প বাস্তবায়নে জড়িত ছিল। তবে বর্তমানে তাদের আর সেই সুযোগ নেই।
পরিকল্পনা উপদেষ্টা জানান, এখন প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও পূর্ববর্তী কাজের রেকর্ড দেখা হবে। একজনের নামে কাজ নিয়ে অন্যদের কাছে দেওয়ার সুযোগও থাকবে না। পাশাপাশি নতুনদের সুযোগ দেওয়া হবে।
১৮ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত পূর্ববর্তী নির্বাচনে কোন কর্মকর্তা ও কর্মচারী কী দায়িত্ব পালন করেছিলেন—সে বিষয়ে লিখিত তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাটে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে এ তথ্য নিচ্ছে।সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি জাতী...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত পূর্ববর্তী নির্বাচনে কোন কর্মকর্তা ও কর্মচারী কী দায়িত্ব পালন করেছিলেন—সে বিষয়ে লিখিত তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম্যাটে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের কর...