আজ ৩ সেপ্টেম্বর বুধবার ফেসবুকে ভাইরাল হওয়া এক বিজ্ঞপ্তিতে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কটেজ বা ফ্ল্যাট বাসায় বাসা ভাড়া না দেওয়ার আদেশ জারি করেছে জোবরা ও ফতেপুর এলাকাবাসী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জোবরা/ফতেপুর এলাকার সকল কটেজ মালিক ও বাসা মালিকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র এলাকার সকল জনগণ সিদ্ধান্ত নিয়েছেন যে অত্র এলাকায় কটেজ বা ফ্লাট বাসায় কোন ছাত্র-ছাত্রীকে ভাড়া না দেওয়ার জন্য অনুরোধ করা হলো
ভাইরাল হওয়া এ বিজ্ঞপ্তির সত্যতা যাচাইয়ের জন্য সিটিজিপোস্টের পক্ষ থেকে এলাকাবাসির সাথে যোগাযোগ করা হলে এলাকাবাসী এটাকে ভুয়া বলে উল্লেখ করেন। তাদের মতে কোনো তৃতীয় পক্ষ এরকম ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের দ্বন্দ্ব আরও বাড়িয়ে তুলতে চায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কটেজ মালিক সমিতির সেক্রেটারি সিকান্দার মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমাদের পক্ষ থেকে এরকম কোনো বিজ্ঞপ্তি যায়নি। এটা একটা ভুয়া বিজ্ঞপ্তি।
৩১ আগস্ট রবিবার রাত বারোটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে একটা সংঘর্ষ বাঁধে। রবিবার রাতে শুরু হওয়া এ সংঘর্ষ পরের দিন সন্ধ্যা অবধি চলে। বিশ্ববিদ্যালয়, জোবরা ও ফতেপুর এলাকায় ১৪৪ ধারা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। শিক্ষার্থী ও স্থানীয়দের এ সংঘর্ষে প্রায় ১৫০০ শিক্ষার্থী আহত হয়। বিপরীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয়দের ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর চালায়। আহতদের মধ্যে শিক্ষার্থী নাঈমুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৫ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, সন্ত্রাসীদের বিচার ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা মশাল...
৪ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৩ সেপ্টেম্বর, ২০২৫
৩ সেপ্টেম্বর, ২০২৫
৫ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, সন্ত্রাসীদের বিচার ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার...