চট্টগ্রামের কর্ণফুলী টানেলে শুরু হচ্ছে রুটিন রক্ষণাবেক্ষণের কাজ। এ কারণে তিনদিন টানেলের একমুখী চলাচলে ট্রাফিক ডাইভারসন কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেলের জেট ফ্যান পরিষ্কার, রক্ষণাবেক্ষণ ও রোড মার্কিংয়ের কাজ সম্পন্ন করতে ২৮,২৯ ও ৩০ আগস্ট প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউব বন্ধ থাকবে। অন্য সময়ে সব ধরনের যানবাহন নিয়ন্ত্রিতভাবে চলবে।
এসময় যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়বে। তাই বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী টানেলের উভয় প্রান্তে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, "টানেলের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। তাই নাগরিক সুবিধা অটুট রাখতে সাময়িক এই অসুবিধায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।"
সিটিজি পোস্ট/ এসএইচএস
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বারশত গ্রামে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি বাজার মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে অংশ নেন বারশত ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, ম...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বারশত গ্রামে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি বাজার মোড়ে এসে মানববন্ধনে মি...