রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে সাবেক মুখপাত্র উমামা ফাতেমা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ প্রতিক্রিয়া জানান, যেখানে তিনি অভিযুক্তদের অতীত কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেন।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে আটক হওয়া পাঁচজনের ছবি শেয়ার করে উমামা লেখেন, “এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে।”
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে আলোচিত গণঅভ্যুত্থানে উমামা ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। পরবর্তীতে তিনি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। কিছু সময় পর তিনি সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ান।
ফেসবুক পোস্টে উমামা লিখেছেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত পাঁচজনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিতরা এতটাই আশ্বর্য হওয়ার ভান করছেন যে মনে হচ্ছে, আমিই সবচেয়ে কম অবাক হয়েছি। এই ছেলেগুলোকে নেতাদের পেছনে প্রটোকল দিতে বহুবার দেখা গেছে। সচিবালয় থেকে শুরু করে মিছিল-মিটিং, এমনকি মারামারিতেও তারা সক্রিয়ভাবে অংশ নিয়েছে। গুলশান-বনানী গ্যাং কালচারের অসংখ্য অভিযোগ আগে থেকেই তাদের বিরুদ্ধে ছিল।”
তিনি আরও লেখেন, “ছবির রিয়াদ নামের ছেলেটি গত ডিসেম্বর মাসে রূপায়ণ টাওয়ারে আমার সামনে অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছিল। আমরা মেয়েরা বাধা দিতে গেলে সে আমাদের উপরই চড়াও হয়। পরে খোঁজ নিয়ে জেনেছি তার বিরুদ্ধে হুমকি, মারামারি ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।”
উমামা অভিযোগ করেন, “বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে এই ধরনের মানুষের আনাগোনা সে সময়ই স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছিল। এরা রূপায়ণ টাওয়ারে অবাধে যাতায়াত করত। কারো দুর্নীতি বা অসততা নিয়ে অভিযোগ তুললে কেউ কিছু বলত না। আমি নিজ চোখে দেখেছি, এই লোকজন কীভাবে প্ল্যাটফর্মের ‘এক্সেস’ নিয়ে ফায়দা লুটত।”
উমামা ফাতেমা বলেন, “আজকের এই চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর। ইশ! মানুষ কত নিষ্পাপ! সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করছেন যে এই ছেলেগুলো কীভাবে চাঁদাবাজি করল? অত্যন্ত দুঃখিত বন্ধুরা, বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে।’
তিনি মন্তব্য করেন, “যদি ঠিকমতো খোঁজ নেওয়া হয়, দেখা যাবে এদের শেকড় অনেক গভীরে। অনেক আগেই এই প্ল্যাটফর্মের ভেতরে তারা জায়গা করে নিয়েছিল। কেউ তাদের প্রতিরোধ করার সাহস পায়নি বা ইচ্ছা করেনি। আজ সেই বাস্তবতা প্রকাশ্যে এসেছে মাত্র।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...