ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশে ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৪তম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়াও চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এগুলো হলো : বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫, যা লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত করা হয়েছে এবং মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ ২০২৫, এটিও একইভাবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
বৈঠকে সংশ্লিষ্ট উপদেষ্টারা অংশগ্রহণ করেন এবং দেশের নির্বাচন ব্যবস্থার আধুনিকীকরণ, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং চিকিৎসা খাতে নীতিগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
এছাড়া নাগরিক সেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও গণমুখী করার লক্ষ্যে ভবিষ্যতে আরও কয়েকটি অধ্যাদেশ আনার ইঙ্গিত দেন বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিটিজিপোস্ট/এমএইচডি
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...