গত ৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৫ নেতা এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকেকারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে আগে থেকে দলকে না জানিয়ে কক্সবাজারে ঘুরতে যাওয়ায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজকে এক ফেসবুক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটোয়ারী শোকজ নোটিশের জবাব জনসাধারণের সামনে প্রকাশ করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শোকজ নোটিশের জবাবে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কক্সবাজারে ব্যক্তিগত সফর কোনো রাষ্ট্রীয় বা সাংগঠনিক নীতিমালা লঙ্ঘন নয় বরং এটি রাজনৈতিক ভাবনার অংশ হিসেবে ছিল।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর পাঠানো এক লিখিত ব্যাখ্যায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ঘুরতে যাওয়া অপরাধ নয়। কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়।”
গত ৫ আগস্ট অভ্যুত্থানের বিজয়ের দিন কক্সবাজার ঘুরতে যাওয়ার অভিযোগে তাঁকে শোকজ করা হয় জবাবে তিনি জানান, ওই দিন তাঁর কোনো সাংগঠনিক দায়িত্ব ছিল না, এমনকি দল থেকেও কোনো কর্মসূচির দায়িত্ব তাঁকে দেওয়া হয়নি।
তিনি দাবি করেন, ৪ আগস্ট রাতে দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তাঁর কোচিং সেন্টারের সহকর্মীর ফোন থেকে তাঁকে জানায় যে, সে দুই দিনের ব্যক্তিগত সফরে যাচ্ছে। তিনি এই তথ্য আহ্বায়ক মহোদয় ও সদস্য সচিবকে যথাযথভাবে অবহিত করেন।
নাসীরুদ্দীন জানান, পরদিন কক্সবাজার সফরে যান। সফরসঙ্গী ছিলেন এনসিপি নেতা সারজিস আলম ও তার স্ত্রী এবং জারা খালেদ দম্পতি। তিনি বলেন, এই সফর কেবল অবকাশ যাপনের জন্য ছিল না, বরং রাজনৈতিক পরিকল্পনা, দলীয় কাঠামো, গণপরিষদ ও ভবিষ্যৎ সংবিধান নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনার জন্য তিনি কক্সবাজার যান।
এদিকে কক্সবাজারে অবস্থানকালে একটি গুজব ছড়িয়ে পড়ে যে এনসিপির নেতারা মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এসেছেন। এ বিষয়ে পাটওয়ারী জানান, “এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সেখানে পিটার হাস ছিলেন না। পরবর্তীতে বিভিন্ন সূত্র জানায়, তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছিলেন।”
তিনি আরও অভিযোগ করেন, “এই গুজব একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং আমাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা।”
নিজের অবস্থান ব্যাখ্যা করে পাটওয়ারী বলেন, “আমি অতীতেও কক্সবাজার গিয়েছি, কখনো কোনো বিতর্ক হয়নি। ঘুরতে যাওয়া যে দলীয় বিধিমালা লঙ্ঘন, এমন বার্তা দল কখনো দেয়নি।”
তাঁর ভাষায়, “পরিস্থিতির আলোকে, শোকজ নোটিশটি বাস্তবভিত্তিক নয়। আমার সফর ছিল স্বচ্ছ, সাংগঠনিক নীতিমালাবিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা-ভাবনার সুযোগ মাত্র।”
শেষে তিনি দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তবুও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি।
গত পাঁচ আগস্ট বাংলাদেশের জনগণের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দিন। এদিন বাংলাদেশের জনগণ হাসিনার জুলুম থেকে মুক্তি পায়। রাজনৈতিকদলগুলো এদিন র্যালি, আনন্দ যাত্রা ও দোয়া মাহফিল আয়োজন করে উদযাপন করে। গণ অভ্যুত্থানের বিজয়ের দিন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দলের নেতাদের কক্সবাজার সফর ঘিরে জনমনে নানান প্রশ্ন জাগে। নাসীরুদ্দীন পাটোয়ারীর শোকজ জবাব ফেসবুকে প্রকাশের মাধ্যমে জনমনের অনেক প্রশ্নের সমাধান হয়েছে বলে মনে করছে নেটিজেনরা।
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...