জাতীয় পার্টির (জাপা) একাংশের ১০তম জাতীয় কাউন্সিলে শনিবার (৯ আগস্ট) আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন এবিএম রুহুল আমীন হাওলাদার। সিনিয়র কো-চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন কাজী ফিরোজ রশীদ।
একই অনুষ্ঠানে মো. মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত নেতারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
এর আগে সদ্য বিদায়ী মহাসচিব মুজিবুর রহমান চুন্নু দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তারা কোনো বেআইনি কাজ করেনি। তবে নৈতিক বা অন্য কোনো ভুল থাকলে তার জন্য ক্ষমা চাওয়া হবে।
মুজিবুর রহমান চুন্নু বলেন, “আমরা অনেক নির্বাচন করেছি, অনেক সময় বিভিন্ন দল আমাদের নানাভাবে কটূক্তি করে, সহযোগী বা স্বৈরাচার সহযোগী বলে অভিহিত করেছে। গত প্রায় চার বছর আমি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। সঠিক সিদ্ধান্ত নিতে সবসময় পারিনি, ভুল ভ্রান্তি থাকতে পারে।”
তিনি সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ রাজনীতি করার আহ্বান জানান। বলেন, “জাতীয় পার্টি একটি গণতন্ত্রমনা দল, আমরা সব নিয়ম-নীতি মেনে দেশের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...