চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচার ও প্রশাসনিক জবাবদিহিতার দাবিতে সংবাদ সম্মেলন করেছে গণতান্ত্রিক ছাত্র জোট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
আজ বুধবার ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ক্যাম্পাসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি উপস্থাপন করা হয়।
বিবৃতিতে বলা হয়, গত ৩১ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ওপর দারোয়ানের হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা জড়ো হলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, প্রক্টরিয়াল বডি ও প্রশাসনকে বারবার অবহিত করা হলেও তারা কার্যত কোনো ভূমিকা নেয়নি, বরং নির্লিপ্ত অবস্থান করে। পরে স্থানীয়রা ব্ল্যাকআউট ঘটিয়ে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বহু শিক্ষার্থী আহত হন এবং চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সংকটে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সারারাত শিক্ষার্থীরা অসহায় অবস্থায় থাকে এবং সেনা উপস্থিত হওয়ার আগ পর্যন্ত হামলা অব্যাহত থাকে। পরদিনও হামলা চললেও প্রশাসন কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং উপাচার্য ও প্রক্টরিয়াল বডি দায়িত্ব এড়িয়ে শিক্ষার্থীদের ওপরই দায় চাপানোর চেষ্টা করে। এ ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি রাষ্ট্রীয় ব্যার্থতা হিসেবেও উল্লেখ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা ৬ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো:
১. আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও ব্যয়ভার প্রশাসনকে বহন করতে হবে।
২. স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।
৩. ই-কার ও চক্রাকার বাস চালু করে শিক্ষার্থীদের পরিবহন নির্ভরতা কমাতে হবে।
৪. শিক্ষার্থীদের শতভাগ আবাসনের রোডম্যাপ ও ভাতা চালু করতে হবে।
৫. বিশ্ববিদ্যালয়ের ১ ও ২ নম্বর গেট ও রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদার করতে হবে।
৬. উপাচার্য ও প্রধান প্রক্টরের পদত্যাগ নিশ্চিত করতে হবে।
গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা বলেন, "শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা নিয়ে আর কোনো উদাসীনতা সহ্য করা হবে না। দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশ্রেফুল হক রাকিব, সহ সাধারণ সম্পাদক উম্মে সাবাহ তাবাসসুম শুদ্ধতা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া এবং পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা। যদিও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেননি, তবে তারা লিখিত বিবৃতির সঙ্গে সংহতি জানিয়েছে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৫ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, সন্ত্রাসীদের বিচার ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা মশাল...
৪ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৪ সেপ্টেম্বর, ২০২৫
৩ সেপ্টেম্বর, ২০২৫
৩ সেপ্টেম্বর, ২০২৫
৫ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, সন্ত্রাসীদের বিচার ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার...