সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।
সোমবার (২৫ আগস্ট) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে মামলার তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিটের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। শুনানিতে ২০ জন আসামি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী ও নিহত আলিফের পিতা জামাল উদ্দিন।
বাদীপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, তদন্তে এজাহারনামীয় তিনজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে। তবে সুকান্ত দত্ত নামে এক আসামিকে নতুন করে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার পর মূল আসামিদের সঙ্গে তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আদালত সুকান্ত দত্তকে অন্তর্ভুক্ত করার আবেদন মঞ্জুর করেন।
মোট ৩৯ জনকে আসামি করে দাখিলকৃত চার্জশিটে উল্লেখ করা হয়েছে, এর মধ্যে ২০ জন বর্তমানে গ্রেপ্তার আছেন এবং ১৯ জন পলাতক। পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এর আগে ৩১ জনকে আসামি করে মামলার এজাহার দায়ের করা হলেও নতুন করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ আরও ১০ জনকে যুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। অপরদিকে এজাহারনামীয় গগন দাশ, বিশাল দাশ ও রাজকাপুর মেথরের বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় তাঁদের অব্যাহতির আবেদন করা হয়েছে।
গত বছরের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল।
১৯ সেপ্টেম্বর, ২০২৫
জুলাই সনদের আইনি ভিত্তি, সংসদের উচ্চ কক্ষে পিআর ও প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৬ দাবিতে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর২০২৫) বাদ জুমা চট্টগ্রামের বায়তুশ শরফ মসজিদের সামনে থেকে খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। মিছিলপূর্ব সমাবেশে বক্তাগণ বলেন অতি দ্রুত জুলাই জাতীয় সনদ-২০২৫ ঘোষণা করে তা কার্যকর করতে আইনী ভিত্তি প্রদ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
জুলাই সনদের আইনি ভিত্তি, সংসদের উচ্চ কক্ষে পিআর ও প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৬ দাবিতে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর২০২৫) বাদ জুমা চট্টগ্রামের বায়তুশ শরফ মসজিদের সামনে থেকে খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। মিছিল...