আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সবাইকে ঐ দিন শহীদ মিনারে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সাথে থাকলে, আমরা আমাদের সকল দাবি আদায় করেই ছাড়ব।’
বুধবার (৩০ জুলাই) নাহিদ ইসলাম এ ঘোষণা দেন নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত এক পথসভায়। এ পথসভা অনুষ্ঠিত হয় জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র শেষ দিনে। এর আগে ১ জুলাই রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় এনসিপির মাসব্যাপী এ কর্মসূচি।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, গেলো এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে। তিনি জানান, নতুন সংবিধান প্রণয়ন হয়নি, ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে অপসারণের সুযোগ দেওয়া হয়নি এবং এনসিপির ঘোষণাপত্রও প্রকাশ করা সম্ভব হয়নি। তিনি বলেন, “আমরা কোনো দাবি থেকে সরে আসিনি, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে আজও রাজপথে আছি।”
তিনি বলেন, “আমরা সারা দেশ ঘুরে আজ বিপ্লবের শহর নরসিংদীতে এসেছি। ১৮ জুলাই ও ১৭ জুলাইয়ের ঘটনাগুলো আমরা ভুলিনি। আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার পর আমরা ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করি। সেই সময়ে শহীদ হন নরসিংদীর দুই শিক্ষার্থী তাহমিদ ও ইমন।”
এসময় তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে নরসিংদী জেলায় মোট ২২ জন শহীদ হয়েছেন। তাঁদের স্মরণ করে তিনি বলেন, “আমরা নরসিংদীর উন্নয়নে কাজ করতে চাই, এটিকে একটি শিল্পোন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিতাড়িত করব ইনশা আল্লাহ।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সারা দেশে জুলাই পদযাত্রা সফল হয়েছে, ইনশা আল্লাহ আগামী সংসদেও জাতীয় নাগরিক পার্টির বিজয় নিশ্চিত হবে।”
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, যারা এনসিপির কেউ নন। তিনি বলেন, “তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি, তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে হবে।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, কিন্তু পেছন থেকে এখনও পাঞ্জাবি টেনে ধরা হচ্ছে। আমরা শহীদদের পক্ষেই আছি, নতুন সংবিধান চাই এবং সেটি বানিয়েই ছাড়ব।”
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানে সরকারের কোন বাহিনী ও কোন কর্মকর্তা কী ভূমিকা রেখেছেন, তা খুঁজে বের করতে হবে। সেনাবাহিনীর অনেক কর্মকর্তা গুলি চালিয়েছেন—কিন্তু কার নির্দেশে? আমরা তা জানতে চাই।”
সমাবেশ পরিচালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের সংগঠক শিরিন আক্তার, যুগ্ম সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল, নরসিংদীর প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন প্রমুখ।
এর আগে বিকেল পাঁচটায় নরসিংদী শহরের জেলখানার মোড় থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতা-কর্মীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে সমাবেশস্থলে পৌঁছান তাঁরা। পদযাত্রার আগে নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন আহ্বায়ক নাহিদ ইসলাম।
পদযাত্রা ও সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয়। পুলিশের একাধিক সূত্র জানায়, ৯ শতাধিক পুলিশ সদস্য নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিলেন।
প্রসঙ্গত, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ (বর্তমানে নিষিদ্ধ) ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালায়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে পাঁচজন নিহত ও অর্ধশতাধিক আহত হন।
এ ছাড়া ১৯ জুলাই কক্সবাজারের চকরিয়ায় এনসিপির পথসভা মঞ্চ ভেঙে দেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ঐ মঞ্চটি একটি ট্রাকের উপর স্থাপন করা হয়েছিল।
সিটিজিপোস্ট/এমএইচডি
৩১ জুলাই, ২০২৫
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস যে সময়ের কথা বলেছেন, নির্বাচন তার একদিন পরেও হবে না—এ কথা জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা প্রত্যাশা করছি, এই নির্বাচন হবে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং সুষ্ঠভাবে সম্পন্ন হবে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলে...
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
৩১ জুলাই, ২০২৫
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস যে সময়ের কথা বলেছেন, নির্বাচন তার একদিন পরেও হবে না—এ কথা জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা প্রত্যাশা করছি, এই নির্বাচন হবে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং সুষ্ঠভাবে সম্পন্ন হবে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ের গণম...