কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়ক থেকে অপহৃত দুই যুবক মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ৭০ হাজার টাকা মুক্তিপণ বুঝে নিয়ে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল তাদের ছেড়ে দেয়।
অপহৃতরা হলেন রামু ঈদগড় ইউনিয়নের রাজঘাট এলাকার মোক্তার আহমদ (৩০) ও চরপাড়ার হেলাল (২৬)। তারা সকাল সাড়ে ১০টার দিকে হিমছড়ি ঢালা এলাকায় ডাকাতদের কবলে পড়েন। পরে অপহরণকারীরা তাদের মোবাইল থেকে কল দিয়ে পরিবার থেকে মুক্তিপণ দাবি করে।
মুক্তিপণের টাকা পরিবারের সদস্যরা পুলিশের ডিউটি পোস্ট সংলগ্ন বন এলাকায় হাতে হাতে বুঝিয়ে দেন। এরপর অপহৃতদের ফিরিয়ে দেয় অপহরণকারীরা।
ঘটনার পর ঈদগাঁও থানার নবাগত ওসি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশ পাহাড়ে অভিযান চালালেও কাউকে আটক করতে পারেনি।
স্থানীয়দের অভিযোগ, অতীতের মতো এবারও পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং অভিযোগ দিতে গেলেও ভুক্তভোগীদের গড়িমসি করে ডায়েরি করতে বাধ্য করা হয়।
সিটিজিপোস্ট/জাউ