ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের দুটি আসনের সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। এর ফলে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন দুটির সীমানা ফিরে গেছে পূর্বের অবস্থায়।
নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত চট্টগ্রাম-৭ আসনের সাথে যুক্ত ছিল বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন। তবে কমিশনের নতুন সীমানা অনুযায়ী ইউনিয়নটি আর রাঙ্গুনিয়ার সাথে থাকছে না। শ্রীপুর-খরণদ্বীপকে বাদ দিয়ে এটিকে চট্টগ্রাম-৮ আসনের সাথে যুক্ত করা হয়েছে।
এখন চট্টগ্রাম-৮ আসনে থাকবে বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সীমানা পরিবর্তনের আবেদন করা হয়েছিল। ইসির তালিকায় চূড়ান্ত হওয়া এই সীমানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নসহ মোট ৯টি ইউনিয়ন নিয়ে বোয়ালখালী উপজেলা গঠিত। উপজেলার আয়তন ৮,১৪৬ একর বা ৩২.৯৭ বর্গকিলোমিটার। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনে বর্তমানে ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এর মধ্যে বোয়ালখালীর ৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটার ১ লাখ ৮৭ হাজার ৯০২ জন, চান্দগাঁও ওয়ার্ডে ১ লাখ ৮৫ হাজার ৪৩ জন এবং পাঁচলাইশ ওয়ার্ডে ১ লাখ ৪৪ হাজার ৭০৭ জন। শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যোগ হওয়ায় আসনটিতে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৫ লাখ ৩৬ হাজার ২৮ জনে।
অন্যদিকে, রাঙ্গুনিয়া সংসদীয় আসনে মোট ইউনিয়ন রয়েছে ১৫টি ও একটি পৌরসভা। এসব মিলিয়ে ভোটার সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭১৫ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ১৮ হাজার ৩৭৬ জন ভোটার যুক্ত হয়ে মোট ভোটার দাঁড়িয়েছিল ৩ লাখ ১৩ হাজার ৯১ জন। তবে নতুন সীমানায় ইউনিয়নটি বাদ পড়ায় রাঙ্গুনিয়ার ভোটার সংখ্যা কমে গেছে।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভোটাররা জানান, তারা বোয়ালখালী উপজেলার বাসিন্দা এবং স্বাধীনতার পর থেকেই বোয়ালখালী আসনের অংশ ছিলেন। নবম সংসদ নির্বাচনের আগে ইউনিয়নটিকে রাঙ্গুনিয়ার সাথে যুক্ত করা হয়, যা তাদের জন্য অস্বস্তির কারণ ছিল। রাঙ্গুনিয়ার সাথে ইউনিয়নের ভৌগোলিক দূরত্ব থাকায় তারা বিচ্ছিন্ন মনে করতেন। সীমানা পরিবর্তনে বোয়ালখালীর সাথে পুনরায় যুক্ত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
সিটিজিপোস্ট/এমএইচডি
৭ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, "চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। নিয়মিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চললে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজের সামর্থ্যবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তবে অনেক মানুষই এ ধরনের বিনা...
৭ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, "চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। নিয়মিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চললে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অ...