চট্টগ্রাম নগরীর বায়েজিদ-অক্সিজেন সড়কের স্টারশিপ কারখানার পাশে ধসে পড়া একটি কালভার্ট পরিদর্শন করেছেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে কালভার্টটি ধসে পড়ার খবর পেয়ে আজ দুপুর ২টায় ঘটনাস্থলে যান তিনি। তার নেতৃত্বে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বায়েজিদ থানা সেক্রেটারি ও সমাজসেবক মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হাফেজ আবুল মনছুর, জামায়াত নেতা আলমগীর হোসেন ও নুরুল হুদা।
জামায়াত নেতৃবৃন্দ এ সময় ধসে পড়া কালভার্টে কোনো প্রাণহানি না হওয়ায় মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন। তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত কালভার্ট পুনর্নির্মাণ, সড়কে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সিটিজি পোস্ট/ এসএইচএস
২৪ আগস্ট, ২০২৫
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী একটি গুরুত্বপূর্ণ এলাকা। এতে ইসলামের জন্য উর্বর ময়দান তৈরী করতে হবে যুবকদের। আজকের ইসলামি আন্দোলনে এসে আমরা সংখ্যায় এখন কোনভাবেই কম নয়। তবে আল্লাহর উপর ভরসা করে সমাজের দায়বদ্ধতার প্রতি সদয় হয়ে আমাদের কাজ করতে হবে...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৪ আগস্ট, ২০২৫
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী একটি গুরুত্বপূর্ণ এলাকা। এতে ইসলামের জন্য উর্বর ময়দান তৈরী করতে হবে যুবকদের। আজকের ইসলামি আন্দোলনে এসে আমরা সংখ্...