আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই নিষিদ্ধ ছাত্রলীগের অনুপ্রবেশের অভিযোগ তুলে পতদ্যাগ করেন আইআইইউসি শাখা ছাত্রদলের দুই নেতা। গতকাল রবিবার (২৭ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরে স্বাক্ষরে এই কমিটি ঘোষিত হয়।
অব্যহতি নেওয়া দুই নেতার নাম- আইআইইউসি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. রিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত আসিফ।
এদিকে পতদ্যাগের পর সোমবার (২৮ জুলাই) বিকেলে কেন্দ্রীয় র্নিদেশে বহিষ্কার হয়েছেন শাখা ছাত্রদলের এ দুই নেতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে লিখা তথ্যমতে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (চট্টগ্রাম) ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. রিপন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত আসিফকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
এছাড়া বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
সিটিজি পোস্ট/এইচএস
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।তিনি জানান, “বুধবার দিবাগত রাতের কোনো এক সময় স্টারশিপ ব্রিজ এলাকার সড়কটির...
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৬ আগস্ট, ২০২৫
৭ আগস্ট, ২০২৫
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী গুরুত্বপূর্ণ সড়ক অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পানির ঢলে দেবে গেছে। এতে সড়কের একটি পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং দেখা দিয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপ...