জামায়াতে ইসলামী রাজধানীতে মিছিল ও সমাবেশ করে আগামী নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে। দলটি বলেছে, নির্বাচন পিআর (ভোটের অনুপাত) পদ্ধতিতে হবে এবং জনগণ ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব চাই, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত না করে।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে ট্রাকে নির্মিত অস্থায়ী মঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু হয়। মঞ্চ নির্মাণ ও সমাবেশের কারণে বিজয়নগর ও পল্টন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। সমাবেশ শেষে পল্টন মোড় থেকে কাকরাইল পর্যন্ত কয়েক হাজার মানুষ মিছিল করে, যা আশপাশের যানবাহনের দুর্ভোগ বাড়ায়।
প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, “আগে জুলাই সনদ, পরে নির্বাচন হবে। নির্বাচন ডিজাইনের মাধ্যমে নয়, জনগণের ভোটের মাধ্যমে হবে। ৭১ শতাংশ মানুষ পিআর চায়। জামায়াত ইলেকশন চায়, সিলেকশন নয়।”
ডা. তাহের বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, “একটি দল বাদে সবাই জুলাই ঘোষণাপত্রের বিষয়গুলোকে গ্রহণ করেছে। তবে তারা বলছে, এর আইনি ভিত্তি নেই। আইনি ভিত্তি না থাকলে সংস্কার কীভাবে বাস্তবায়িত হবে?”
তিনি আরও বলেন, “যেসব সংস্কারে ঐকমত্য হয়েছে, তার আলোকেই আইন অনুযায়ী নির্বাচন হতে হবে। যদি সংসদে গিয়ে সংস্কার করা হয়, তাহলে এখন সমস্যা কোথায়?”
সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, আবদুল হালিম, উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন। ডা. তাহের দেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান, “অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি করুন, সংস্কারকে আইনি ভিত্তি দিন। এটি করতে মাত্র এক সপ্তাহ লাগবে।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেঘনা নদী ...
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৭ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
নরসিংদী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালী ইউনিয়নের মুরাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্র...