চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লাবিবা লামিয়া তানহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তানহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
সোমবার সকালে চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থিত একটি চারতলা ভবনের ভাড়া ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, তানহা তার মা-বাবার সঙ্গেই ওই বাসায় থাকতেন।
সকালে বারবার ডাকাডাকির পরও দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। সূত্র বলছে, প্রথম বর্ষের পরীক্ষায় ফল খারাপ হওয়ার কারণে তানহা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পারিবারিক সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখনো পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিশ্চিত হতে তদন্ত চালিয়ে যাচ্ছি। পরিবারের সঙ্গেও কথা বলা হচ্ছে।”
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তানহা ছাত্রদলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং বিভিন্ন আন্দোলনেও অংশ নেন। তার এই অকাল মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
চবি ছাত্রদল নেতা জালাল সিদ্দিকী বলেন, “তানহা শুধু রাজনীতি করতেন না, আন্দোলনে সামনে থেকে নেতৃত্বও দিতেন। তার মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব নয়।"তিনি বলেন, "সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রাণ। তাই নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা আজ...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, "দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল রাজনীতি ছাড়া জাতির কাঙ্ক্ষিত ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভ...