যশোরের বেনাপোলে দুর্বৃত্তদের হামলায় মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মিজানুর ভোরে কাজে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে ধরে গলা কেটে ফেলে এবং মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগ কেটে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান স্থানীয় হানিফ সর্দারের ছেলে। তিনি গরু ব্যবসার পাশাপাশি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে দাবি করেছে দলটির স্থানীয় নেতারা।
বেনাপোল পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার বলেন, “মিজানুর বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। এই হত্যাকাণ্ডে দল একজন কর্মীকে হারালো।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
২৯ আগস্ট, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এখনো আপনারা ক্ষমতায় আসতে পারেননি, এমনকি ক্ষমতার কাছেও পৌঁছাননি। তাই কেউ যেন ক্ষমতায় চলে এসেছেন মনে না করেন।শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ষড়যন্ত্র ও চক্রান্ত রয়েছে, তাই ভালো কাজের মাধ্যমে জনগ...
২৯ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৮ আগস্ট, ২০২৫
২৯ আগস্ট, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, এখনো আপনারা ক্ষমতায় আসতে পারেননি, এমনকি ক্ষমতার কাছেও পৌঁছাননি। তাই কেউ যেন ক্ষমতায় চলে এসেছেন মনে না করেন।শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে ...