পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নির্মমভাবে খুন হওয়া ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসান মহিনকে আবারও ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) পাঁচ দিনের প্রথম দফা রিমান্ড শেষে মহিনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে হাজির করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। তদন্তের স্বার্থে তার আরও ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিন মঞ্জুর করেন। শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
এর আগে ৯ জুলাই, মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিটের বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় সোহাগকে। এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই তৎপরতা চালিয়ে পুলিশ এ পর্যন্ত গ্রেফতার করেছেন: মাহমুদুল হাসান মহিন (৪১), তারেক রহমান রবিন (২২), আলমগীর (২৮), মনির (৩২), টিটন গাজী (৩২), কাজী নান্নু।
পুলিশ বলছে, ব্যবসায়িক বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আদালত থেকে পুনরায় রিমান্ড আদেশ পাওয়ার পর আসামিদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...