পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জশনে জুলুস। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ শরীফ থেকে এ বছরের মহাজুলুসের যাত্রা শুরু হয়।
এবারের ৫৪তম পবিত্র জশনে জুলুসের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও দরবারে সিরিকোটের পীর, আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)। তাঁর সাথে আছেন দুই পুত্র সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্।
এ মহাজুলুস বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় শোভাযাত্রা হিসেবে বিবেচিত। নগরীর মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি মোড়সহ বিভিন্ন প্রধান সড়কের প্রায় ৪-৫ কি. মি. পথ প্রদক্ষিণ শেষে আবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে এসে সমাপ্ত হবে।
সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকার পাশাপাশি জেলা-উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা ষোলশহরের জামেয়ার মাঠে জমায়েত হতে থাকে। পায়ে হেঁটেই সবাই জুলুসে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীরা হাতে আনজুমানের পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নবীজীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছেন। লাখো আশেকে রাসূলের উপস্থিতিতে জুলুসটি রূপ নিয়েছে এক আধ্যাত্মিক মহাসমাবেশে।
জুলুস উপলক্ষে পুরো নগরজুড়ে তোরণ, গেইট, ব্যানার এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জা শোভাযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করেছে।
১৯৭৪ সালে দরবারে সিরিকোটের আধ্যাত্মিক সাধক সৈয়দ তৈয়্যব শাহ (রহ.)-এর উদ্যোগে চট্টগ্রামে প্রথমবার জশনে জুলুসের সূচনা হয়। এরপর থেকে প্রতিবছর ১২ রবিউল আউয়াল উপলক্ষে এটি একটি ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছে।
এবারের জুলুস উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার সমাপ্তি মোনাজাতে দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হবে।
৭ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, "চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। নিয়মিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চললে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে। সমাজের সামর্থ্যবানরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায় তবে অনেক মানুষই এ ধরনের বিনা...
৭ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, "চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায়। নিয়মিত চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চললে দৃষ্টিশক্তি দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং জীবনযাত্রায় স্বাস্থ্যকর অ...