জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড দুটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে
কক্সবাজারের চকরিয়ায় একই দিনে পরপর দুইটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
প্রথম ঘটনায় কাকারা ইউনিয়নের ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৪৫)কে অপহরণের পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাতামুহুরি ব্রিজ সংলগ্ন সিদ্দিক ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত গিয়াস উদ্দিন শাকের মোহাম্মদ চর হাজিয়ান রোডের দীঘিরপাড় এলাকার গোলাম কাদেরের ছেলে। তিনি স্থানীয়ভাবে টমটম গ্যারেজ মালিক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয়দের দাবি, দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ গরুচোর, অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত তৌহিদের সাথে গিয়াস উদ্দিনের দীর্ঘদিনের জমি বিরোধ চলছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে সকালে বদরখালী ইউনিয়নের ভেরুয়াখালী পাড়া (হাসপাড়া) ফুলতলা এলাকায় বসতভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে ঘটে আরেক হত্যাকাণ্ড। ফুফাতো ভাইয়ের ছেলে মো. খোকার ছুরিকাঘাতে নিহত হন চাচা হারুনুর রশিদ (৫০)। তিনি স্থানীয়ভাবে সিএনজি চালক হিসেবে পরিচিত ছিলেন। সকাল ১০টার দিকে দুই পক্ষের হাতাহাতির এক পর্যায়ে খোকা ধারালো ছুরি দিয়ে চাচাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
একই দিনে দুই খুনের ঘটনায় পুরো চকরিয়া জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, স্বজনদের কান্না ও ক্ষোভে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বলেন, “একই দিনে দুই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড দুটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
স্থানীয়দের মতে, একই দিনে পরপর দুই খুনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর চিত্র ফুটে উঠেছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
সিটিজিপোস্ট/ এসএইচএস