চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “দল ও মতের ঊর্ধ্বে উঠে আপনার পরীক্ষিত বন্ধুকে নির্বাচিত করুন।”
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড আয়োজিত এলাকাবাসীর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শেষে তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভিযোগ-অভাব শোনেন।
তিনি প্রতিশ্রুতি দিয়ে জানান, কাউন্সিলর থাকাকালে তিনি কারো সময় নষ্ট করেননি। তার বিশ্বাস, মানুষকে আল্লাহর পক্ষ থেকেই তার কাছে পাঠানো হয়। তাই নির্বাচিত হলে সরকারি বরাদ্দের শতভাগ জনগণের কল্যাণে ব্যয় করা হবে। তিনি আরও বলেন, কোনো ধরনের অপচয় বা দুর্নীতি হবে না, বরাদ্দের প্রতিটি টাকা কাজে লাগবে উন্নয়ন ও জনসেবায়।
হেলালী বলেন, সাম্প্রদায়িক সংকীর্ণতা দূর করে হিন্দু-বৌদ্ধসহ সকল ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের সমান অধিকার ও সেবার নিশ্চয়তা দেওয়া হবে। একজন প্রকৃত জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো মানুষের আস্থা অর্জন করা এবং তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়া। জনগণের ভালোবাসা ও বিশ্বাস অর্জনই হবে তার রাজনৈতিক জীবনের প্রধান সাফল্য।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড সভাপতি মুহাম্মদ নুরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।
লুৎফর রহমান বলেন, “হেলালী ভাই গণমানুষের জন্য রাজনীতি করে। জনগণের স্বার্থই উনার একমাত্র অঙ্গীকার। সরকারি বরাদ্দ জনগণের ভোগেই ব্যয় হবে, এটিই আমাদের দৃঢ় প্রত্যাশা।
এছাড়া আরও বক্তব্য রাখেন শুলকবহর ওয়ার্ড জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার, জোন প্রধান ইমরান সিকদার, ষোলশহর আবাসিক মহল্লা কমিটির সভাপতি হারুনুর রশিদ, সেক্রেটারি মহিউদ্দীন মঈন, শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আজম, মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির প্রকৃত শক্তি হলো জনগণের আস্থা। যোগ্য নেতৃত্ব পেলে এলাকার সামগ্রিক উন্নয়ন সম্ভব। তারা আশা প্রকাশ করেন, শামসুজ্জামান হেলালী নির্বাচিত হলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা থাকবে না।
সিটিজিপোস্ট/এমএইচডি
৬ সেপ্টেম্বর, ২০২৫
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ১৯৯০ সালের পর ২০১৯ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল। এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে চট্টগ্রামের নারী প্রার্থীদের নিয়ে সিটিজিপোস্টের বিশেষ প্রতিবেদন।এবারের ডাকসু নির্বাচন ২০১৯ সালের নির্বাচনের তুলনায় অনেক ভিন্ন, বিশেষ করে নারী শিক্ষার্থীদের...
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
৬ সেপ্টেম্বর, ২০২৫
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। ১৯৯০ সালের পর ২০১৯ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল। এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে চট্টগ্রামের নারী প্রার্থীদের নিয়ে সিটিজিপোস্টের বিশেষ প...